Home আন্তর্জাতিক পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা

দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। রোববার (১৯ মার্চ) দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেছেন, এই পরোয়ানার আইনি বাধ্যবাধকতা সম্পর্কে দক্ষিণ আফ্রিকা সচেতন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের আগস্টে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা সফর করতে পারেন রুশ প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের মুখপাত্র ভিনসেন্ট মাগবেনিয়া বলেন, আমাদের সরকার আইনি বাধ্যবাধকতা সম্পর্কে সচেতন। তবে সম্মেলনের আগ পর্যন্ত আমরা স্বার্থসংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কাজ করব। পুতিন ব্রিকস সম্মেলনে যোগ দেবেন রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ২০১৩ সালের মতো এবারও তিনি ১৫তম ব্রিকস সম্মেলেন যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
পুতিনের এমন সফর সিরিল রামাফোসার সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানায়নি দক্ষিণ আফ্রিকা। তবে দেশটি আইসিসিকে স্বীকৃতি দিয়েছে। ফলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে দেশটির ওপ। মুখপাত্র বলেন, আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটি সম্পর্কে আমরা অবগত। ইউক্রেন সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রতি দক্ষিণ আফ্রিকা অঙ্গীকারবদ্ধ এবং এটি আমাদের দৃঢ় প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments