দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার অনেকদিন হতে চললেও সে দেশে খেলতে অনীহা দেখিয়ে আসছিল ভারত। সেই প্রেক্ষিতে পাকিস্তানও হুমকি দিয়েছিল, ভারত না এলে তারাও আসন্ন বিশ্বকাপে অংশ নেবে না। কারণ, বিশ্বক্রিকেটের আসরটি বসছে ভারতের মাটিতে। অবশেষে অনেক জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের আসর বসছে পাকিস্তানে। তবে প্রতিযোগিতায় অংশ নিলেও রোহিত শর্মারা অন্যদেশের ভেন্যুতে খেলবেন।
এখন পর্যন্ত এশিয়ানদের লড়াইয়ের মঞ্চ নির্ধারিত হলেও ভারত কোথায় খেলবে সেটি এখনও ঠিক হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের মাটিতেও তাদের ম্যাচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ভারত-পাকিস্তান ছাড়াও এবার আরও চারটি দেশ টুর্নামেন্টে অংশ নেবে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপটি হবে ওয়ানডে ফরম্যাটে। সেখানে ভারত ও পাকিস্তান খেলবে একই গ্রুপে। কোয়ালিফাই পর্ব খেলে আরও একটি দল এই গ্রুপে যুক্ত হবে। অন্যদিকে, অপর গ্রুপে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ১৩টি।