Home শীর্ষ খবর দেবর-ভাবী দুই দিগন্তে, জাতীয় পার্টিতে আবারও বিভক্তি

দেবর-ভাবী দুই দিগন্তে, জাতীয় পার্টিতে আবারও বিভক্তি

আলম রায়হান:
বিভক্তি-বিভাজনের মজ্জাগত প্রবনতার জাতীয় পার্টিতে আবার বিভাজন মাথাচাড়া দিয়েছে। নীরবে মুখোমুখি দাঁড়িয়েগেছেন রওশন এরশাদ এবং জিএম কাদের। পার্টিতে তাদের দুটি গুরুত্বর্পূন পদ রয়েছে। তাদের সর্ম্পক গুরুত্বর্পূন পারিবারিক ভাবেও। পারিবারিক ভাবে দেবর-ভাবীর মধুর সর্ম্পকের কোন প্রভাব নেই রাজনীতিতে। বরং উল্টো দৃশ্যপট প্রকটভাবে দৃশ্যমান।
দুই নেতার এই বিরোধ জাতীয় পার্টিতে দুই মুখো স্রোত সৃষ্টি করেছে।নেতা-কর্মীদের অনেকেই বুঝতে পারছেন না, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল আসলে কোন দিকে যাচ্ছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে গত ২০ মার্চ গুলশানে রওশন এরশাদের বাসায় মিলাদ মাহফিল ও আলোচনাসভা হয়। অন্যদিকে জিএম কাদেরের নেতৃত্বে অনুষ্ঠান হয় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। পরে এ বিষয়ে জিএম কাদের বলেছিলেন, ‘ওই আয়োজন (রওশনের) জাতীয় পার্টির নয়।’
বেশ কিছু দিনের টানাপড়েন শেষে গত ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এক মঞ্চে উঠেছিলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ও চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। ওইদিন রওশন এরশাদ ‘সব কিছু ভুলে’ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে যেসব নেতৃবৃন্দকে দল থেকে বের করা হয়েছে, তাদেরও ফিরিয়ে আনার কথা বলেছিলেন রওশন এরশাদ। ওই দিন আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো বক্তব্য দিতে পারেননি জিএম কাদের। কিন্তু ওই দিনের পর থেকে ফের শুরু হয় বিরোধ। এরপর আর কোনো অনুষ্ঠানে দলের এই দুই শীর্ষ নেতাকে একসঙ্গে দেখা যায়নি।
‘বেগম রওশন এরশাদের নির্দেশে’ আজ সোমবার (২৭ মার্চ) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে আলোচনাসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বেগম রওশন এরশাদ। পার্টির প্রায় সবাই আমন্ত্রণ পেলেও চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে জানানো হয়নি বলে জানা গেছে। শুধু তাই নয়, কিছুদিনের মধ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে একটি বৈঠকেরও আয়োজন করছেন রওশন। সূত্র মতে  এই আয়োজনেও ঠাঁই হবে না জিএম কাদের ও মজিবুল হক চুন্নুর।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জিএম কাদের ও চুন্নু সাহেব জানেন কিনা যে, এত লোকের ভিড়েও তারা ভীষণ একা। তাদের সামনে-পেছনে যারা আছেন, কেউ তাদের লোক নয়। আগামী জাতীয় সম্মেলন হলেই তারা তা ভালো করে টের পাবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments