Home বরিশাল বরিশাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, আহত ৬ ছাত্রলীগকর্মী

বরিশাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি, আহত ৬ ছাত্রলীগকর্মী

দখিনের সময় ডেস্ক:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারি বরিশাল কলেজে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগের ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল কলেজের অদূরবর্তী কবি জীবনানন্দ দাশ সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান।  তিনি জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে গিয়ে দা-সহ একজনকে আটক করেছে। হামলায় জড়িত অন্যদের আটকে অভিযান চলছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, মারধরে আহত ৪ জন ও কুপিয়ে জখম করা দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল ও ইমন। আহতদের মধ্যে রিশাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের। বাকিরা ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এর মধ্যে রিশাদ মাহমুদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিরা শেবাচিম হাসপাতালে ভর্তি।
আহত ছাত্রলীগকর্মীদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে হামলা চালায় টিপুর অনুসারীরা। এরমধ্যে দুজনকে কুপিয়ে জখম ও ৪ জনকে পিটিয়ে আহত করেন হামলাকারীরা। অভিযুক্ত বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কোপাকুপি হয়েছে শুনেছি। তবে ওই ঘটনায় ছাত্রদল জড়িত না। আমাকে ফাঁসাতে রাজনৈতিকভাবে নাম ব্যবহার করা হচ্ছে। হামলার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কোপাকুপির ঘটনায় মূলত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীদের ওপর মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নার অনুসারীরা হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments