Home আন্তর্জাতিক জনগণকে বিনামূল্যে ১০ লাখেরও বেশি ই-সিগারেট দিচ্ছে ব্রিটেন

জনগণকে বিনামূল্যে ১০ লাখেরও বেশি ই-সিগারেট দিচ্ছে ব্রিটেন

দখিনের সময় ডেস্ক:
ব্রিটেনের জনগণকে বিনামূল্যে ১০ লাখেরও বেশি ই-সিগারেট দিচ্ছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার থেকেই এই প্রকল্প চালু হবে বলে আশা করা হচ্ছে। জনসংখ্যা ও আয়তনের বিচারে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রাজ্য ইংল্যান্ডে আপাতত এই প্রকল্প চালু হবে। পরে ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডেও এটি শুরু করার পরিকল্পনা আছে সরকারের।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেইল ও’ব্রায়েনের এই বিতরণ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনে মন্ত্রী যে বক্তব্য দেবেন, তার একটি খসড়া অনুলিপিও বিবিসিকে সরবরাহ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই খসড়া অনুযায়ী—উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলবেন, ‘নিয়মিত সিগারেট সেবন করেন— এমন প্রতি তিনজন ধূমপায়ীর মধ্যে ২ জনই ধূমপানজনিত নানা অসুখে ভুগে মারা যান। সিগারেট হচ্ছে খোলাবাজারে বিক্রি হওয়া একমাত্র পণ্য, যা নিশ্চিতভাবে আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। চলতি বছর আমরা ১০ লাখেরও বেশি নিয়মিত ধূমপায়ীকে ধূমপান ত্যাগ করতে সহযোগিতা করতে চাই। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এসব ই-সিগারেট বিতরণ করা হবে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ব্রিটেনকে সম্পূর্ণ সিগারেটমুক্ত করতে চাইছে দেশটির সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিতরণ করা হবে এসব ই-সিগারেট। এছাড়া সিগারেটের প্যাকেটে ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরা ও জনগণকে ধূমপানে নিরুৎসাহিত করতেও কোম্পানিগুলোকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। ব্রিটেনে দিন দিন ই-সিগারেটের জনপ্রিয়তা বাড়ছে। সাধারণ লোকজনের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, ই-সিগারেট সাধারণ সিগারেটের চেয়ে কম ক্ষতিকর। কিন্তু দেশটির বিভিন্ন শহরে অনুমোদনহীন অনেক দোকান গজিয়ে উঠেছে, যেগুলো অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের কাছে ই-সিগারেট বিক্রি করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই এসব দোকান উচ্ছেদ করতে দেশজুড়ে অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments