Home আন্তর্জাতিক উত্তরপ্রদেশে ছয় বছরে ১০ হাজার ৭১৩ এনকাউন্টার, প্রতি ১৩ দিনে এক জন...

উত্তরপ্রদেশে ছয় বছরে ১০ হাজার ৭১৩ এনকাউন্টার, প্রতি ১৩ দিনে এক জন নিহত

দখিনের সময় ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ছ’বছরে, ১০,৭১৩ ‘এনকাউন্টার’ হয়েছে  যাতে ১৮৩ জন অভিযুক্ত নিহত হয়েছেন। আহতহয়েছেন  ৪৯১১ জন। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) দুপুরে ঝাঁসির বাবিনা রোডে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছেন আতিক আহমেদের পুত্র আসাদ ও তার সঙ্গী গুলামও। এরপর থেকেই সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। খবরঃ আনন্দবাজার পত্রিকা।
হিসাব বলছে, গত ছয় বছরে উত্তরপ্রদেশে পুলিশের গড়ে ১৩ দিনে অন্তত এক জন করে অভিযুক্ত নিহত হয়েছেন। লখনউ-এর এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানিয়েছেন, মাফিয়াদের বিরুদ্ধে ‘জ়িরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে যোগী সরকার। এ-ও জানান, উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে এনকাউন্টারে এখনও পর্যন্ত ১৮৩ জন অপরাধী নিহত হয়েছে। যার সম্প্রতিতম নিদর্শন আসাদ এবং গুলামের এনকাউন্টারের ঘটনা। লখনউ-এর এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলছেন, মাফিয়াদের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণ করেছে যোগী সরকার।
প্রসঙ্গত, উমেশ হত্যাকাণ্ডের পর পরই উত্তরপ্রদেশের বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, ‘মাফিয়াকো মিট্টি মে মিলা দেঙ্গে’ (অর্থাৎ মাফিয়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেব)। ঘটনাচক্রে, তার পর থেকেই উমেশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তরা একের পর এক পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছেন। প্রশ্ন উঠেছে, এই সব ‘এনকাউন্টার’ ‘একতরফা হত্যা’ নয় তো? কিন্তু উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশের বক্তব্য, যা হয়েছে, সবই যথাবিহিত বিধি মেনেই হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments