Home বরিশাল এমন কাজ করবো না যাতে অন্য লোক ফায়দা নেয় : সাদিক

এমন কাজ করবো না যাতে অন্য লোক ফায়দা নেয় : সাদিক

দখিনের সময় ডেস্ক:
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার চারদিন পর নেতাকর্মীদের মুখোমুখি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। শান্ত বরিশালকে অশান্ত হতে দেওয়া যাবে না।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন মেয়র সাদিক আবদুল্লাহ। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর আর বরিশাল যাননি সাদিক। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকায় অবস্থান করছেন
সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমার চাচা মনোনয়ন পেয়েছে। আব্দুর রব সেরেনিয়াবাতের সন্তান মনোনয়ন পেয়েছেন। সবাই একতাবদ্ধ থাকুন সামনে নির্বাচন আমাদের জয়লাভ করতে হবে। এটার উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন।  তিনি বলেন, আমরা অপেক্ষা করছি আমাদের অভিভাবক (আবুল হাসানাত আব্দুল্লাহ) মহানগর ও জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আমার চাচাকে মেয়র পদে নমিনেশন দিয়েছেন। তার সিদ্ধান্তই চূড়ান্ত। এতে কারও কোনো সন্দেহ আছে? এসময় সামনে থাকা সবাই সমস্বরে বলেন, না সন্দেহ নেই।
বরিশালের মেয়র বলেন, এমন কোনো কাজ করবো না যাতে মাঝখান দিয়ে অন্য লোকজন ফায়দা নেয়। সবার উদ্দেশে বলছি, যারা লাফালাফি করছে সুবিধাভোগী লোকজন, এরা তো করবেই স্বাভাবিক। আমরা অপেক্ষা করছি বাবা কখন মিটিং ডাকবেন, মহানগর ও জেলার নেতাদের সঙ্গে। তখন বাবার সঙ্গে আমি আসবো। সাদিক আব্দুল্লাহ বলেন, আজকে আপনাদের সঙ্গে কথা বলছি একটা বিষয় ক্লিয়ার করার জন্য। সেটা হলো, এখানে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।
অন্য ঈদ বরিশালে করলেও এবার বাবার সঙ্গে ঢাকায় ঈদ করবেন বলেও জানান সাদিক আব্দুল্লাহ। তিনি বলেন, সবসময় আপনাদের সঙ্গে ঈদ করি। এবার সুযোগ পেয়েছি বাবার সঙ্গে ঈদ করার। দেখা হবে আপনাদের সঙ্গে।
গত শনিবার (১৫ এপ্রিল) আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে বরিশাল সিটি নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। মেয়র সাদিক আব্দুল্লাহর কর্মী-সমর্থকদের দখলে থাকা বাস্ট, স্পিডবোট ঘাট অন্যরা দখলে নিচ্ছেন, এমন গুঞ্জনও শোনা গেছে।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। ১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments