Home নির্বাচিত খবর ফাঁকা ঢাকায় এবার চুরি-ছিনতাইয়ের সুযোগ নেই: আইজিপি

ফাঁকা ঢাকায় এবার চুরি-ছিনতাইয়ের সুযোগ নেই: আইজিপি

দখিনের সময় ডেস্ক:
ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেনো নাশকতা বা চুরি-ছিনতাই না ঘটে, সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘ঈদে ফাঁকা ঢাকায় প্রতিবারই চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এবার আর সেই সুযোগ নেই। জনগণের জানমাল নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ।’
আজ বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ঢাকা ফাঁকা হলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বাসা পরিবর্তনের ক্ষেত্রে বাসার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে।’ এ সময় ফাঁকা বাড়িতে মূল্যবান সম্পদ না রেখে নিকটাত্মীয় অথবা নিজের সঙ্গে নিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি। সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ পুলিশের সব বিশেষায়িত দল প্রস্তুত আছে। স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম।’
ঈদের নামাজকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও ব্রিফিংয়ে জানান পুলিশের মহাপরিদর্শক। তিনি বলেন, ‘ঈদের মাঠে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে ঈদ আগের দিন পালন করবে, সেখানেও একই ব্যবস্থা থাকবে। জামাতে সাদা পোশাকে পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সংশ্লিষ্ট থানা তৎপর থাকবে।’ মহাসড়কে নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘হাইওয়ে পুলিশ কাজ করছে। চালকদেরও সচেতন হতে হবে। এবার আশা করি, দুর্ঘটনা কমবে।’এ সময় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে বলেও জানান তিনি। সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments