Home শীর্ষ খবর রাজনীতি এক দিনের না, প্রজ্ঞার পরিচয় দিলেন সাদিক অবদুল্লাহ

রাজনীতি এক দিনের না, প্রজ্ঞার পরিচয় দিলেন সাদিক অবদুল্লাহ

আলম রায়হান:
৭৫-এর থিংকট্যাংককে হতাশ করে দিয়ে সংযমের পরিচয় দিয়েছেন। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মনোনয়ন বঞ্চিত হয়ে আবেগঘণ অথবা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেননি তিনি। কথিত বিদ্রোহী প্রার্থী হননি, ভেঙ্গে পড়েননি কান্নায়। বরং রাজনৈতিক প্রজ্ঞা ও সংযমের পরিচয় দিয়েছেন। যা রাজনীতিতে খুব একটা দেখা যায় না।
শুধু তাই নয়, ঢাকার মেয়র মনোনয়ন বঞ্চিত হয়ে সাঈদ খোকনের মতো আবেগপ্রবন প্রতিক্রিয়া প্রকাশ করা এবং বিরোধিতার পথেও হাটেননি মেয়র নাদিক। এমনকি গত সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে কান্না জড়িত কণ্ঠে জাহাঙ্গীর কবির নানকের মতো আবেগঘন প্রতিক্রিয়াও ব্যক্ত করেননি। তিন প্রজন্মের রাজনীতিক এবং দুই রাজনৈতিক ঝরনা ধারার উত্তরাধিকার সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ রাজনীতিতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন সামগ্রিক আবস্থার বিবেচনায়।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পাবার ব্যাপারে অনেকটাই আশাবাদী ছিলেন মেয়র সাদিক। এ জন্য তার পিতা আবুল হাসনাত আবদুল্লাহ সঙ্গত কারনেই জোর লবিং করেছেন। এবং লক্ষ অর্জনে প্রাক্তকর প্রচেষ্টা চালিয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহও। এজন্য তিনি বিভিন্ন দুয়ারেও নক করেছেন। তার মধ্যে অনেক দুয়ারে তার জন্য যাওয়া মোটেই শোভন ছিলো না। কিন্তু তিনি গিয়েছেন। তবুও শেষ রক্ষা হয়নি। অনেককে হতাশ এবং একটি অংশকে উৎফুল্লা করে মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাদিক আবদুল্লাহ। অনেকেরই ধারণা ছিলো, মনোনয়ন বঞ্চিত হয়ে মাথাগরম করে ফেলবেন সাদিক আবদুল্লাহ । বলে ফেলবেন উল্টাপাল্টা কথাবার্তা। এমনকি দেননি স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষনা । এরকম উস্কানীও ছিলো বলে জানাগেছে। কিন্তু এ ফাঁদে পা দেননি রাজনীতিক সাদিক।
অভিজ্ঞ মহল বলছেন, মনোনয়ন বঞ্চিত হয়ে রাজনৈতিক প্রজ্ঞা ও সংযমের পরিচয় দিয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মনোনয়ন বঞ্চিত হওয়ার চারদিন পর ১৮ এপ্রিল বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হয়ে মেয়র সাদিক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। শাক্ত বরিশালকে অশান্ত হতে দেওয়া যাবে না।” তিনি আরো বলেন, “সবাই একতাবদ্ধ থাকুন সামনে নির্বাচন, আমাদের জয়লাভ করতে হবে। এটার উপর নির্ভর করছে জাতীয় নির্বাচন। এমন কোনো কাজ করবো না যাতে মাঝখান দিয়ে অন্য লোকজন ফায়দা নেয়। সবার উদ্দেশ্যে বলছি, যারা লাফালাফি করছে সুবিধাভোগী লোকজন, এরা তো করবেই স্বাভাবিক।” সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিশেষ গুরুত্বপূর্ন উচ্চরণ, ‘রাজনীতি এক দিনের না, সংগঠন করতে এসেছি।’
উল্লেখ্য, ১৫ এপ্রিল আওয়ামী লীগের স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে বরিশাল সিটি নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেওয়া হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে। ১৮ মে মনোনয়নপত্র বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আরও পড়ুন:
বরিশালে নির্বাচনের দায়িত্ব পাবেন কে?
কাউন্সিলর প্রার্থী বাছাই করবেন হাসনাত-সাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments