Home বরিশাল বরিশাল সিটি নির্বাচন বর্জন করল বাসদ

বরিশাল সিটি নির্বাচন বর্জন করল বাসদ

দখিনের সময় ডেস্ক:

আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার সকালে নগরীর ফকির কাড়ি রোডের বাসদ জেলা কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্ত্তী এ ঘোষণা দেন। তিনি ২০১৮ সালে বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোট পান।

সংবাদ সম্মেলনে মনিষা জানান, যেখানে জনগণ পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে না, সেই ধরনের প্রহসনের নির্বাচনে বাসদ এবং তাদের রাজনৈতিক জোট অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অনুগত দলসমূহকে নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে, তাতে অংশ নিয়ে তারা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চায় না।

বরিশাল সিটি নির্বাচনে সরকার দলীয় মেয়রপ্রার্থী ঘোষণার মাধ্যমে আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মনিষা। তিনি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় না। তাই আগামী ১২ জুন হতে যাওয়া বরিশাল সিটি নির্বাচন তারা বর্জন করছেন।

সংবাদ সম্মেলনের মনিষা চক্রবর্ত্তী বরিশালবাসীকে প্রহসনের এই নির্বাচন বর্জন করে ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিলেও বাসদ জনগনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে বলে জানান মনিষা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, জেলা সদস্য মানিক হালদার, সন্তু মিত্র প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments