Home বরিশাল বরিশাল সিটি নির্বাচন বর্জন করল বাসদ

বরিশাল সিটি নির্বাচন বর্জন করল বাসদ

দখিনের সময় ডেস্ক:

আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বুধবার সকালে নগরীর ফকির কাড়ি রোডের বাসদ জেলা কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্ত্তী এ ঘোষণা দেন। তিনি ২০১৮ সালে বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন। ওই নির্বাচনে তিনি প্রায় তিন হাজার ভোট পান।

সংবাদ সম্মেলনে মনিষা জানান, যেখানে জনগণ পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে না, সেই ধরনের প্রহসনের নির্বাচনে বাসদ এবং তাদের রাজনৈতিক জোট অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অনুগত দলসমূহকে নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে, তাতে অংশ নিয়ে তারা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চায় না।

বরিশাল সিটি নির্বাচনে সরকার দলীয় মেয়রপ্রার্থী ঘোষণার মাধ্যমে আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মনিষা। তিনি বলেন, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না, সে নির্বাচনে অংশ নিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায় না। তাই আগামী ১২ জুন হতে যাওয়া বরিশাল সিটি নির্বাচন তারা বর্জন করছেন।

সংবাদ সম্মেলনের মনিষা চক্রবর্ত্তী বরিশালবাসীকে প্রহসনের এই নির্বাচন বর্জন করে ভোট, ভাত ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিলেও বাসদ জনগনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে বলে জানান মনিষা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, জেলা সদস্য মানিক হালদার, সন্তু মিত্র প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

Recent Comments