Home খেলাধূলা মেসিকে গালাগাল পিএসজি সমর্থকদের, নেইমারের বাসা ঘেরাও

মেসিকে গালাগাল পিএসজি সমর্থকদের, নেইমারের বাসা ঘেরাও

দখিনের সময় ডেস্ক:
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের পাট চুকিয়ে মেসি যখন প্যারিসে ফিরেছিলেন, যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। বিমানবন্দর থেকে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে মেসি মেসি রব উঠেছিল সেদিন। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে অর্ভ্যথনা জানাতে সম্ভাব্য সবকিছুই করেছিল তারা। পাশার দান বদলাতেও সময় লাগলো না। সম্প্রতি মাঠে নিয়মিতই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে। এবার রীতিমতো পিএসজির সদর দপ্তরের বাইরে আর্জেন্টাইন তারকাকে নিয়ে সীমা ছাড়াল ফরাসি ক্লাবটির উগ্রপন্থী সমর্থকরা। সম্প্রতি অনুমতি ছাড়া সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের জন্য পিএসজিতে নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। এরপরই জানা গেল, চলতি মৌসুম শেষে প্যারিসের ক্লাবটির সঙ্গে ইতি টানতে চলেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। মেসির বাবা জর্জ মেসি নাকি এক মাস আগেই এ ব্যাপারে ফরাসি ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছেন।
দলের এতো বড় তারকাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করার পর ধারণা করা হচ্ছে, ক্লাবের সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন এ তারকার। মেসির প্রতি ক্লাবের ক্ষোভ এখন বেশ স্পষ্ট। এবার আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবটির সমর্থকরাও। বুধবার ক্লাবের হেডকোয়ার্টারের সামনে মেসির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন সমর্থকরা। পিএসজির সমর্থকদের স্লোগানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ইতালিয়ান প্রভাবশালী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সেই স্লোগানের ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যায়, স্লোগানের পাশাপাশি গালাগালও দিচ্ছেন কেউ কেউ।
এদিকে, সমর্থকদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে পিএসজি। ক্লাবটির তরফে অফিসিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সংঘটিত একটি ছোট গোষ্ঠীর অপমানজনক কর্মকাণ্ডের কঠোর ভাষায় নিন্দা জানায় পিএসজি। ক্লাব সবসময় খেলোয়াড়দের পাশে থাকবে বলেও জানানো হয় বিবৃতিতে। শুধু মেসি নয়, এদিন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের বাসভবনের সামনেও বিক্ষোভ করেছে উগ্রপন্থী সমর্থকরা। তাদের দাবি, এই ব্রাজিলিয়ানকেও ক্লাব ছাড়তে হবে। একটি ভিডিওতে তাদের বলতে শোনা যায়, গেট আউট নেইমার। অর্থাৎ বেরিয়ে যাও নেইমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

কলামের শিরোনাম দেখে যে কারও মনে একাধিক প্রশ্ন দেখা দিতে পারে। এর মধ্যে দুটি প্রধান। এক. যেখানে সরকারি দফাদারকেও ‘স্যার’ বলার অঘোষিত বাধ্যবাধকতা দাঁড়িয়ে...

প্রতি বছর বিশ্বে সাপের কামড়ে মারা যায় দেড় লাখ মানুষ

দখিনের সময় ডেস্ক: প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ৪৫ থেকে ৫৫ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজারের...

Recent Comments