Home খেলাধূলা মাহমুদুল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে জিতল মোহামেডান

মাহমুদুল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে জিতল মোহামেডান

দখিনের সময় ডেস্ক:
দলের কঠিন সময়ে নেমে ব্যাট হাতে ৭১ রান আর বল হাতে কিপটে বোলিংয়ে ১ উইকেট। মাহমুদুল্লাহ রিয়াদের এমন অলরাউন্ড নৈপুণ্যেই ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২০ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। ১৭ রানের মধ্যেই একে একে বিদায় নেন ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন ও রুবেল মিয়া। চতুর্থ উইকেটে আব্দুল মজিদকে সঙ্গে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ। ১৫০ রানের মাথায় পতন ঘটে মজিদের (৬৩)। দলের রানে আর ১৪ রান যোগ হতে ড্রেসিংরুমের পথ ধরেন মাহমুদুল্লাহ। যাওয়ার আগে ৯৫ বলে সমান তিনটি চার ও ছক্কায় করেন ৭১ রান। এরপর সাতে নামা আরিফুলের ৪৪ বলে ৫৫ রানে ২৪০ রানের পুঁজি পায় মোহামেডান। জবাব দিতে নেমে ৯ রানে প্রথম উইকেট হারায় গাজী গ্রুপ। দ্বিতীয় উইকেটে ৫৯ রান আসলেও এরপর থেকে ধারাবাহিক বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২২০ রানে অলআউট হয় আকবর আলীর দল। সর্বোচ্চ ৬৩ রান আসে এসএম মেহরাবের ব্যাটে।
১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট নেন মোহামেডানের নাজমুল ইসলাম। দুইটি করে উইকেট এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও খালেদ আহমেদেরও। ৯ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন রিয়াদ। এই জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সুপার লিগের পঞ্চম অবস্থানে আছে মোহামেডান। একই সংখ্যক ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগের তলানিতে গাজী গ্রুপ। ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে আবাহনী লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments