দখিনের সময় ডেস্ক:
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশালের মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নির্বাচনী এলাকায় শো-ডাউন ও মহড়া প্রদানের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন। অথচ নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আজ সোমবার (০৮ মে) বিকেল ৫টায় বরিশাল ফরএভার লিভিং সোসাইটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় নির্বাচনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অংশ নেওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী নির্বাচনী কোন প্রচারণায় অংশ নিতে পারেন না, অথচ নৌকার প্রার্থীর জন্য নামে বেনামে বিভিন্ন সভা-সমাবেশে ভোট চাচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। তিনি বলেন, নির্বাচন কমিশন পত্রপত্রিকার মাধ্যমে এবং সরাসরি এসব দেখেও সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।
বরিশাল ফরএভার লিভিং সোসাইটির পরিচালক ইমামুল হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, ফরএভার লিভিং সোসাইটির গণসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, নারী নেত্রী মাকসুদা ইয়াসমিন, নাজনীন অলি, হাফিজা আক্তার রিমি, সোনিয়া বেগম, মায়া বেগম, লিপি বেগম, জান্নাতুল খুশবু মুন, চাদনী আক্তার, নাজমা বেগম, ফেরদৌসী বেগম প্রমুখ।