Home প্রযুক্তি আত্মহত্যা নিয়ে তথ্য খুঁজলে যে বার্তা দেবে গুগল

আত্মহত্যা নিয়ে তথ্য খুঁজলে যে বার্তা দেবে গুগল

দখিনের সময় ডেস্ক:
আত্মহত্যা বিষয়ক কোনো তথ্য খুঁজলে সচেতনতামূলক বার্তা দেবে সার্চ ইঞ্জিন গুগল। মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্প্রতি গুগল এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল। গুগল জানিয়েছে, আত্মহত্যা বিষয়ে অনুসন্ধান করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক স্বাস্থ্য বিষয়ক সরকারি সাহায্য বার্তা পাঠানো হবে। মানসিক অশান্তিতে থাকার কারণে মানুষ নিজের অনুভূতি অন্যের কাছে প্রকাশ করতে পারে না, তখন এই প্রযুক্তিতে সচেতনতা বার্তাগুলো তাদের সাহায্য করবে।
গুগলের ভোক্তা এবং মানসিক স্বাস্থ্য পরিচালক মেগান জোন্স বেল বলেন, ‘মানুষ তার দুর্বল মুহূর্তগুলোতে গুগলে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে থাকে। এই নতুন পদ্ধতিতে মানুষকে মানসিকভাবে সুস্থ রাখতে এবং ভরসা দেওয়ার প্রক্রিয়া সহজ করবে।’ এই প্রক্রিয়ায়, মানুষ আত্মহত্যা বিষয়ে সার্চ করলে তা সুইসাইড অ্যান্ড ক্রাইসিস লাইফলাইন ‘৯৮৮’ প্রদর্শন করবে, যা গুগল বিগত বছরগুলো থেকে করে আসছে।
গুগল এই প্রক্রিয়াটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন সংস্থার সঙ্গে পরামর্শ করে তৈরি করেছে। ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার্থে কিছু সহায়ক বার্তা তৈরি করা হয়েছে যেমন, ‘আমি এই মুহূর্তে সমস্যায় আছি, কারো সঙ্গে যোগাযোগ করতে চাই। আমরা কি চ্যাট করতে পারি?’ বা ‘কেউ ফ্রি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্লিজ, আমি একা এবং আত্মঘাতী বোধ করছি। আমার কিছু জরুরি সহায়তা লাগবে।’ ওইসব বার্তায় চাপ দিলে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা লাইফলাইনের সঙ্গে চ্যাট করতে সমর্থ হবে।
এই সুবিধা ডেস্কটপ কম্পিউটারের সার্চে কাজ করবে কিনা বা করলে কীভাবে, তা সম্পর্কে এখনও কোনো ধারণা দেয়নি গুগল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments