Home প্রযুক্তি জিমেইলেও মিলছে ‘ব্লু টিক’, খরচ কত?

জিমেইলেও মিলছে ‘ব্লু টিক’, খরচ কত?

দখিনের সময় ডেস্ক:
এবার জিমেইলেই মিলবে ‘ব্লু টিক’ পরিষেবা। আপাতত ফ্রি হলেও এটি পেতে হলে গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, মেইলবক্সের নিরাপত্তা এবং জালিয়াতি রুখতে গ্রাহকদের জন্য এ পরিষেবা চালু করা হয়েছে।
সংস্থাটি দাবি করেছে, নতুন এ সেবার মাধ্যমে প্রেরকের পরিচয় যাচাই করা যাবে। এতে করে ভুয়া মেইল বা এ সংক্রান্ত জালিয়াতিও হ্রাস পাবে। গ্রাহকদের জন্য এ পরিষেবা এখন পর্যন্ত ফ্রি। তবে পরবর্তীতে এর জন্য আলাদা করে অর্থ দিতে হবে কি না- সে বিষয়ে গুগলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
সংস্থাটি বলছে, শুরুতে এ পরিষেবা বিভিন্ন ব্র্যান্ডকে দেওয়া হবে। এ জন্য সংস্থাগুলিকে ‘বিআইএমআই’ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের লোগো যাচাই করাতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সংস্থার লোগো যাচাই করার জন্য সকল তথ্য দিয়ে প্রথমে বিআইএমআই প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।
এরপর এসভিজি ফরম্যাটে ব্র্যান্ড লোগো আপলোড করতে হবে এবং ট্রেডমার্ক হিসেবে রেজিস্টার করাতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে ব্লু চেকমার্কের জন্য ভিএমসি (ভেরিফায়েড মার্ক সার্টিফিকেট)-এর জন্য আবেদন করা যেতে পারে। জিমেইল ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টটি ‘অথেন্টিক’ বলে প্রমাণ করতে পারলে, স্বাভাবিকভাবেই গ্রাহকদের নামের পাশে ‘ব্লু টিক’ চিহ্নটি দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments