Home শীর্ষ খবর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দখিনের সময় ডেস্ক:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার(২২ মে) রাত সাড়ে ১০টার দিকে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিশ্বাস ভঙ্গকারী, আইন অমান্যকারী, কটুক্তিকারী, রাষ্ট্রবিরোধী, মিথ্যা তথ্য প্রচারকারী এবং সন্ত্রাসীদের মদদদাতা। তারা নিয়মিতভাবে স্বভাবজাত কর্মকাণ্ড করে এবং তা প্রচার করে। গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসভায় মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আর ২৭ দফা, ১০ দফা নাই। এখন ১ দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করাতে যা যা করা দরকার আমরা তা করবো।
 আবু সাঈদ চাঁদ ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আক্রমণাত্মকভাবে ভীতি প্রদর্শনমূলক হুমকি দিয়েছে। যা বিভিন্ন মাধ্যমে প্রচার, প্রকাশ ও সম্প্রচার হওয়ায় রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়াও এই ঘটনায় নাটোর সহ সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনীর সমন্বয়ে যেকোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রাণঘাতি হামলা চালাতে পারে। এজন্য দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে আবু সাঈদ চাঁদ ও মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। যা আমলে নেওয়া হয়েছে। আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments