দখিনের সময় ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে ১১ জনের প্রার্থীর ভেতর ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার সকালে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
এ সময় মেয়র পদপ্রার্থী অপর ৬ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাঁরা হলেন- স্বতন্ত্র প্রার্থী সামছুন নুর তালুকদার, মো. আব্দুল মান্নান খান, মাওলানা জাহিদ উদ্দিন, মোশতাক আহমেদ এবং মো. শাহজাহান মিয়া। তথ্যে গরমিল থাকায় এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থিতা বৈধ হয়েছে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওালনা মাহমুদুল হাসান, জাকের পার্টির মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুল হানিফ কুটু এবং সালাউদ্দিন রিমনের।
এর আগে আগামী ২১ জুন আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেন আনোয়ারুজ্জামান চৌধুরী, জাপা থেকে নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম।
এ ছাড়া আগামী ১ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ জুন। এদিকে সংরক্ষিত আসনে ৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ৮৯ জন। আর সাধারন আসনে ৩৬২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দেন ২৮৭ জন।