Home বরিশাল নির্বাচনে অনিয়ম-পেশিশক্তি ব্যবহার কঠোরভাবে দমন করা হবে : সিইসি

নির্বাচনে অনিয়ম-পেশিশক্তি ব্যবহার কঠোরভাবে দমন করা হবে : সিইসি

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও পেশি শক্তির ব্যবহার অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর কর্মীও যদি অসদাচরণ করেন সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নির্বাচন প্রক্রিয়া যদি কেউ বাধাগ্রস্ত করেন, এর বিরুদ্ধে যদি কেউ অপকর্মে লিপ্ত হন তিনি এবং যার পক্ষে করা হয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বাধ্য হবে। শনিবার (২৭ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কে কাকে ভোট দিচ্ছে, কে জিতে যাচ্ছে বা হেরে যাচ্ছে তা নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাবে না। নির্বাচন কমিশনের বিষয় ভোটার। ভোটার সাধারণকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, ভোটারদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে দেওয়া হয়নি, ভোট কেন্দ্রের ভেতরে মাস্তান ছিল এমন হলে আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মাস্তানদের প্রতিহত করার দায়িত্ব নির্বাচন কমিশনের পাশাপাশি যারা কেন্দ্রের ভেতরে থাকবেন পোলিং এজেন্ট তাদেরকেও সমভাবে পালন করতে হবে। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চর্চা ও সংহত করার আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, ইভিএম প্রকল্পের পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান, র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, রিটার্নিং হুমায়ূন কবিরসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীবৃন্দ।
উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৮ বর্গকিলোমিটার নগরীতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। এতে মেয়র পদে ৭ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments