Home লাইফস্টাইল বসের মন জয় করার সহজ উপায়

বসের মন জয় করার সহজ উপায়

দখিনের সময় ডেস্ক:
নিয়মিত অফিসে যান। পরিশ্রম করেন। কাজে ফাঁকি দেন না। তবুও বসের মন জয় করতে পারছেন না। একটুতেই বসের রোষানলের স্বীকার হচ্ছেন। আপনাকে দেখলেই ভ্রু কুঁচকে যায় বসের। তার এমন আচরণে আপনার রাগ হতেই পারে। তবে রেগে না গিয়ে কিছু পরিবর্তন আনতে হবে নিজের মধ্যে। জানতে হবে বসের মন জয় করার উপায়। আসুন এবার জেনে নিন কিছু উপায়ের কথা যেগুলো অবলম্বন করলে বস আপনার প্রশংসায় হবে পঞ্চমুখ!
পোশাক: বসকে খুশি করতে চাইলে প্রথমে নিজেকে ঠিক করতে হবে। মনে রাখবেন আপনার পোশাক কিন্তু আপনার সম্পর্কে একটা ধারণা দেয়। তাই অফিসে যা ইচ্ছে পরে চলে যাবেন না। ফর্মাল পোশাক পরার চেষ্টা করুন। পরিষ্কার ইস্ত্রি করা শার্ট, ফর্মাল প্যান্ট পরুন। শার্ট ইন করে পরবেন। নারীদের ক্ষেত্রেও কুর্তি বা ফর্মাল পোশাক পরা উচিত।
অফিস পৌঁছান সঠিক সময়ে: কখনও বাস পাননি, কখনও রাস্তা জ্যাম বা বাড়িতে সমস্যা – অফিস দেরিতে পৌঁছে এই ধরনের বাহানা সবাই দিয়ে থাকেন। বাহানা ছেড়ে সঠিক সময়ে অফিস যান। সঠিক সময়ে অফিস গেলে আপনার বস বুঝতে পারবেন যে কাজের প্রতি আপনার দায়িত্ববোধ আছে।
টেকনোলজি: টেকনোলজির যুগে আপনি পিছিয়ে পড়লে চলবে না। এ রকম কর্মীদের বসেরা পছন্দ করেন না। তাই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানা খুব দরকার। বস কোনো কাজ দিলে সেটা যত তাড়াতাড়ি প্রেজেন্ট করতে পারবেন আপনারই ফায়দা হবে।
উদ্যোগী হন: বস কোনো প্রোজেক্ট, প্রেজেন্টেশনের কথা বললে এগিয়ে যান। আগ্রহ দেখান কাজের ওপর এবং নিখুঁতভাবে কাজটি শেষ করার চেষ্টা করুন। মনে রাখবেন, অফিসে কাজই আপনার পরিচয়। ভালো কর্মীর ইমেজ তৈরি করতে চাইলে ভালো কাজ করতে হবে।
বসের কথা শুনুন: বসের গুড বুকে নাম তুলতে চাইলে বসের কথাকে অগ্রাধিকার দিন। বস যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করুন। দেখবেন, তিনি খুশি হয়েছেন।
জানার ইচ্ছা: সবজান্তা কর্মী কোনো বস পছন্দ করেন না। বরং বস কিছু বোঝাতে চাইলে মন দিয়ে বুঝুন। নতুন কিছু জানা এবং বোঝার ক্ষেত্রে আগ্রহ দেখালে উপকৃত হবেন আপনিই। আপনার জানার ইচ্ছা দেখে বস খুশি হবে।
সৎ হন: কর্মক্ষেত্রে সততা খুব দরকার। বসকে মিথ্যা কথা বলবেন না। দেখবেন কোনো ব্যাপারে বসের সঙ্গে ভুল বোঝাবুঝি যেন তৈরি না হয়।
অফিসে বাড়ির চিন্তা আনবেন না: অফিসে যতক্ষণ থাকবেন পুরো সময়টা অফিসকে দিন। অফিসে এসে বাড়ির লোকের সঙ্গে বারবার ফোনে কথা বলা, বাড়ির সমস্যা নিয়ে আলোচনা করা – এসব একদমই করবেন না। কোনো বসই এগুলো পছন্দ করেন না।
চটপটে হোন: ঘণ্টার পর ঘণ্টা কাজ নিয়ে বসে থাকা কোনো বসই পছন্দ করেন না। চটপটে না হলে সাফল্য আসবে না। যেকোনো কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন।
বসকে চিনুন: বস কেমন ধরনের মানুষ সেটা জানা খুব দরকার। সব মানুষের চরিত্র এক রকম হয় না। বস কী রকম সেটা বুঝে গেলে তাকে সেভাবে ইমপ্রেস করতে আপনার সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments