Home চাকরির খবর গণপূর্ত অধিদপ্তরের ১৬৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের ১৬৯ পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

দখিনের সময় ডেস্ক:
গণপূর্ত অধিদপ্তরের ১৮ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরির ১৬৯টি শূন্য পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) ও বিভাগীয় বাছাই, নিয়োগ ও পদোন্নতি কমিটির সদস্যসচিব নন্দিতা রাণী সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী ইলেকট্রিশিয়ান, পাম্প হেলপার, ইলেকট্রিক হেলপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও মালি পদের মৌখিক পরীক্ষা ১৪ জুন থেকে শুরু হবে। পূর্ত ভবনের সম্মেলনকক্ষ (দ্বিতীয় তলা), সেগুনবাগিচা, ঢাকায় এই পরীক্ষা নেওয়া হবে।
সহকারী ইলেকট্রিশিয়ান পদের মৌখিক পরীক্ষা ১৪ জুন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ৫২। পাম্প হেলপার পদের মৌখিক পরীক্ষা ১৫ জুন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ২০। ইলেকট্রিক হেলপার পদের মৌখিক পরীক্ষা ১৫ ও ১৮ জুন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ৪৬। মালি পদের মৌখিক পরীক্ষা ২০ ও ২২ জুন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ৮০।
অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৯ জুলাই। চলবে ১০ আগস্ট পর্যন্ত। এই পরীক্ষা প্রতিদিন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ৭৩৯। নিরাপত্তা প্রহরী পদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৩ আগস্ট, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এই পরীক্ষা প্রতিদিন বেলা আড়াইটা থেকে শুরু হবে। এই পদের প্রার্থীসংখ্যা ৩১৮। মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রবেশপত্র জারি করা হবে না। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদ; অভিজ্ঞতার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে); নাগরিকত্ব সনদের মূল কপি; আবেদনে কোটার বিষয়টি উল্লেখ করা থাকলে তার অনুকূলে মূল সনদ/ প্রমাণপত্র (এতিম ও শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটা); বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি/ মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান/ স্থানীয় কর্তৃপক্ষের এ-সংক্রান্ত উত্তরাধিকারী সনদ; বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তির কপি; জাতীয় পরিচয়পত্রের মূল কপি; এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্র; পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।
এ ছাড়া এসব কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখানে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments