Home বরিশাল ‘দরজার ঘাস গরুতে খায় না।’

‘দরজার ঘাস গরুতে খায় না।’

আলম রায়হান:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী। এদের মধ্যে ভোটারদের আলোচনায় আছেন ৪ জন। তারা হচ্ছেন, আওয়ামী লীগের আবুল খায়ের সেরনিয়াবাত ওরফে খোকন সেরনরিয়াবাত, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রূপন। ভোট গ্রহণ ১২ জুন।
মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম লড়ছেন হাতপাখা প্রতীকে। চরমোনাই কেন্দ্রিক পীরের দল হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেয়। তবে এই দলের বিজয় এখন পর্যন্ত ইউপি ও উপজেলা পর্যায়েই সীমাবদ্ধ। এই দলের কেউ এখনো সংসদ সদস্য বা নগর পিতা হতে পারেননি। আর সারা দেশে পীরের অনেক মুরিদ-ভক্ত থাকলেও দলটির ভোট ব্যাংক তেমন শক্তিশালী নয়।
সূত্র মতে, বরিশাল শহরে ইসলামী আন্দোলনের নিজস্ব ভোটারের সংখ্যা হতাশাজনক, দশ থেকে বারো হাজারে সীমাবদ্ধ। এদিকে অনেক শক্তি কেন্দ্র ইসলামী আন্দোলনকে পছন্দ করে না। জামায়াতসহ অন্যান্য ইসলামী দলগুলো এই দলটির ঘোর বিরোধী। এর সঙ্গে যুক্ত আছে অন্য এক মানসিকতা। বরিশালে একটি প্রবচন আছে, ‘দরজার ঘাস গরুতে খায় না।’ ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এই প্রবচনের আওতায় আছেন বলে মনে করা হয়। এর উপর আছে, বিএনপির সঙ্গে পুরনো এক বৈরিতা। চরমোনাইতে বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ারের উপর হামলা করে তার দাঁত ফেলে দেবার মতো নারকীয় ঘটনা ঘটানোর রেকর্ড আছে ইসলামী আন্দোলনের। ফলে বিএনপির এক অংশের কাছে এই দলটি বিশেষ অপছন্দের, ভয়ংকর!
এরপরও ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিজয়ী হতে পারেন- এমন ধারণা অনেকেরই। নিদেন পক্ষে জোর প্রতিদ্বন্দ্বিতায় থাকার সম্ভবনার কথা বলছেন দৃঢ়ভাবে। এ ব্যাপারে পাঁচটি কারণ চিহ্নিত করা হয়েছে। এক. ক্ষমতাসীন দলের মাজুল ভোট ব্যাংক । দুই. আওয়ামী লীগের চরম দলীয় অনৈক্য। তিন. বিএনপি সরাসরি ভোটে না থাকা। চার. নির্বাচনী প্রচারনায় ইসলামী আন্দোলনের নারী স্কোয়াডের অংশ গ্রহন। পাঁচ. বর্ধিত ও বস্তি এলাকায় ভোটারদের আধিক্য। উল্লেখ্য, নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে অন্তত ২০ ওর্য়াড এতোই অনুন্নত যা গ্রামেরেও অধম। বস্তি ও অনুন্নত এলকার ভোটারদের সহজে হাত পাখার পক্ষে নেয়া সহজতর বলে মনে করা হচ্ছে।
এর সঙ্গে যুক্ত আছে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের শিক্ষা-দীক্ষা-ব্যক্তিত্ব। কারো কারো বিবেচনায় এই দিক থেকে প্রার্থীদের মধ্যে এক নম্বরে আছেন সৈয়দ ফয়জুল করীম। বিশেষ করে, তার সঙ্গে যারই কথা হবে সে কোন না কোন মাত্রায় তাঁর অনুরক্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। এদিকে বিবেচনায় রাখা প্রয়োজন, সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী পেয়েছেন প্রায় ৪৫ হাজার ভোট। আর রংপুর সিটি নির্বাচনে হয়েছেন দ্বিতীয়। এখন দেখার বিষয় হচ্ছে, বরিশালে কোন অবস্থান অধিকার করে ইসলামী আন্দোলন। ৮ জুন ঘোষিত দলের নির্বাচনী ইশতেহার অনুসারে ‘দুঃশাসনমুক্ত নগরী গড়তে ফয়জুল করীমের ১৭ দফায় কতটা সাড়া দেয় বরিশাল নগরবাসী- এটিই এখন দেখার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments