Home শীর্ষ খবর কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত, কিছুই হয়নি বাস্তবে

কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত, কিছুই হয়নি বাস্তবে

দখিনের সময় ডেস্ক:
কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত। কিন্তু বাস্তবে টাকা আত্মসাত করা ছাড়া কিছুই হয়নি। টাকা আত্মাসাৎ করেছেন জেলা পরিষদের প্রকৌশলী, ঠিকাদার ও অন্য সদস্যরা। ইতোমধ্যে চার প্রকৌশলীসহ ৯ জনের নামে চারটি মামলা করেছে দুদক। রাঙামাটির বরকল উপজেলায় সড়ক সংস্কার, নলকূপ স্থাপন ও কমিউনিটি সেন্টারের ঘর নির্মাণের চারটি প্রকল্পের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন এসব মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, সাবেক নির্বাহী পরিচালক কাজী আবদুস সামাদ, সহকারী পরিচালক জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সমৃদ্ধি এন্টারপ্রাইজের’ মিলন তালুকদার, ‘মেসার্স নাংচিং এন্টারপ্রাইজের’ চিংহেন রাখাইন, ‘মেসার্স অমলেন্দু চাকমা’র অমলেন্দু চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা ও ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ। এদের মধ্যে রিগ্যান চাকমা ও বিরল বড়–য়াকে সব মামলায় আসামি করা হয়েছে। আর জ্যোতির্ময় চাকমা, সবির কুমার চাকমা ও কাজী আবদুস সামাদকে তিন মামলায়, চিংহেন রাখাইনকে দুই মামলায় এবং মামুনুর রশিদকে এক মামলা আসামি করা হয়েছে।
এক মামলার এজাহারে বলা হয়, জেলা পরিষদ থেকে ২০১৭-১৮ অর্থবছরে বরকল উপজেলার ‘সুবলংবাজারে পানির ব্যবস্থাকরণসহ গভীর নলকূপ স্থাপন’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সাত লাখ টাকার এ প্রকল্প অনুমোদনের পর নির্ধারিত সময়ে কাগজ-কলমে পাম্প, ট্যাংকসহ ৩৩টি উপকরণ দিয়ে প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে দেখানো হয়। কিন্তু দুদকের অনুসন্ধানে সেই নলকূপের কোনো অস্তিত্ব মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments