Home শীর্ষ খবর কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত, কিছুই হয়নি বাস্তবে

কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত, কিছুই হয়নি বাস্তবে

দখিনের সময় ডেস্ক:
কাগজ-কলমে প্রকল্প বাস্তবায়িত। কিন্তু বাস্তবে টাকা আত্মসাত করা ছাড়া কিছুই হয়নি। টাকা আত্মাসাৎ করেছেন জেলা পরিষদের প্রকৌশলী, ঠিকাদার ও অন্য সদস্যরা। ইতোমধ্যে চার প্রকৌশলীসহ ৯ জনের নামে চারটি মামলা করেছে দুদক। রাঙামাটির বরকল উপজেলায় সড়ক সংস্কার, নলকূপ স্থাপন ও কমিউনিটি সেন্টারের ঘর নির্মাণের চারটি প্রকল্পের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন এসব মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, সাবেক নির্বাহী পরিচালক কাজী আবদুস সামাদ, সহকারী পরিচালক জ্যোতির্ময় চাকমা, উপসহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সমৃদ্ধি এন্টারপ্রাইজের’ মিলন তালুকদার, ‘মেসার্স নাংচিং এন্টারপ্রাইজের’ চিংহেন রাখাইন, ‘মেসার্স অমলেন্দু চাকমা’র অমলেন্দু চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা ও ভূষণছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ। এদের মধ্যে রিগ্যান চাকমা ও বিরল বড়–য়াকে সব মামলায় আসামি করা হয়েছে। আর জ্যোতির্ময় চাকমা, সবির কুমার চাকমা ও কাজী আবদুস সামাদকে তিন মামলায়, চিংহেন রাখাইনকে দুই মামলায় এবং মামুনুর রশিদকে এক মামলা আসামি করা হয়েছে।
এক মামলার এজাহারে বলা হয়, জেলা পরিষদ থেকে ২০১৭-১৮ অর্থবছরে বরকল উপজেলার ‘সুবলংবাজারে পানির ব্যবস্থাকরণসহ গভীর নলকূপ স্থাপন’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। সাত লাখ টাকার এ প্রকল্প অনুমোদনের পর নির্ধারিত সময়ে কাগজ-কলমে পাম্প, ট্যাংকসহ ৩৩টি উপকরণ দিয়ে প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলে দেখানো হয়। কিন্তু দুদকের অনুসন্ধানে সেই নলকূপের কোনো অস্তিত্ব মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments