Home বরিশাল বরিশাল জাতীয় পার্টিতে বিভক্তি স্পষ্ট, মাজুল ভোট ব্যাংক

বরিশাল জাতীয় পার্টিতে বিভক্তি স্পষ্ট, মাজুল ভোট ব্যাংক

আলম রায়হান:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চার প্রধান মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের রয়েছে তিক্ত অভিজ্ঞতা, ২০১৮ সালের মেয়র নির্বাচনের। আরো তিনি ইউনিক হচ্ছেন, বহু আগে থেকে বরিশালের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষিত হয়ে।
বহু আগ থেকে বরিশালে প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ায় নির্বাচনী ক্ষেত্র প্রস্তুত করার ক্ষেত্রে ইকবাল হোসেন তাপস সবচেয়ে বেশি সময় পেয়েছেন। একই সাথে দলের অভ্যন্তরে বেশ বৈরিতার মুখেও পড়েছেন তিনি। যা তাকে সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে জেলার আহবায়ক মুরতজাকে। সব মিলিয়ে ইকবাল হোসেন তাপস দৃঢ় অবস্থানে আছেন- তা বলা যাবে না। এর প্রধান কারণ হচ্ছে তার দলের মাজুল দশা এবং বরিশাল জাতীয় পার্টিতে স্পষ্ট বিভক্তি। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে অতি কথনের অভিযোগ। যদিও দলের একটি বড় অংশ তার সঙ্গে আছেন বলে মনে করা হয়। কিন্তু বরিশাল জাতীর পার্টির ভোট ব্যাংক নেই বললেই চলে। ফলে যা কিছু করার তা নিজের ক্যাপসিটিতেই করতে হবে ইকবাল হোসেন তাপসকে। এবং ইকবার হোসেন তাপস তাই করছেন বলে অবস্থা দৃষ্টে মনে হয়। এ ক্ষেত্রে অভিজ্ঞ মহলের মতে, ইকবাল হোসেন তাপস বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
অনেকেই মনে করেন, বরিশালের এলিট মহলে তার একটি জোরালো যোগাযোগ রয়েছে। তিনি ঢাকায় বরিশাল সমিতির প্রভাবশালী নেতা। তার এক ভাই বরিশাল বিএনপির একটির অঙ্গ সংগঠনের অন্যতম প্রধান নেতা। এবং দলে তার যোগাযোগ এবং গ্রহনযোগ্যতা বেশ উচ্চ মানের বলে ধারণা করা হয়। ফলে তিনি বিএনপির বেশ কিছু ভোট ভাইর পক্ষে টানতে পারবেন বলে মনে করা হচ্ছে। এদিকে হিরন ঘরনার লোক হিসেবেও ইকবাল হোসেন তাপস বেশ প্রভাবশালী বলে অনেকেই মনে করেন। দেখাযাক, ১২ জুন কী হয় ভোটারদের রায়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments