Home Uncategorized ধর্মের কার্ড ব্যবহার করে কেউ বিজয়ী হতে পারেনা: ফাইয়াজুল হক রাজু

ধর্মের কার্ড ব্যবহার করে কেউ বিজয়ী হতে পারেনা: ফাইয়াজুল হক রাজু

মামুনুর রশীদ নোমানী, অতিথি প্রতিবেদক:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুর খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে গণসংযোগ কারেছেন তরুণ নেতা ফাইয়াজুল হক রাজু। শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে ফাইয়াজুল হক রাজু বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন একটি বড় ধরণের টার্নিং পয়েন্ট। এখানে ধর্মের কার্ড ব্যবহার করে কেউ বিজয়ী হতে পারবেন না। কারন বরিশালের মানুষ সচেতন ও বিজ্ঞ।
গণসংযোগ ও মতবিনিময় সভায় ফাইয়াজুল হক রাজু বলেন, সিটি নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের একটি প্রস্তুতি নেয়ার সময়। কয়েকটি সিটি এলাকায় নির্বাচন হচ্ছে। আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশনের ভোট গ্রহন। সম্প্রতি গাজীপুরে সিটি নির্বাচনে আওয়ামীলীগ হারলেও গণতন্ত্রের বিজয় হয়েছে।বরিশালে ভোটার ও প্রার্থীদের মধ্য একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।একানে প্রতিদ্বন্ধিতা ও প্রতিযোগীতা্লমূলক শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হতে যাচ্ছের। বরিশালে আওয়ামী্লীগ মনোনীত প্রার্থী একজন সৎ ও স্বজ্জন ব্যক্তি। খোকন সেরনিয়াবাত সব সময় লোক চক্ষুর আড়ালে ছিল। অথচ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইগ্না ও আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান।
রাজু আরও বলেন,  খোকন সেরনিয়াবাত একজন ভালো মানুষ । প্রভাবশালী পরিবারের সন্তান হলেও তিনি কখনও কোথাও প্রভাব খাটান নি। কোন অন্যায় করেননি। খোকন সেরনিয়াবাতের কোন বদনামও নাই। তিনি একজন আদর্শবান ব্যক্তি। নেই তার নামে কোন দুর্নাম। খোকন সেরনিয়িবাতকে ধর্ম বর্ন নির্বিশেষে সকলে ভোট দিবেন। কারন তিনি নির্বাচিত হলে বরিশালের উন্নয়ন হবে ।  মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হক, অশ্বিনী কুমার দত্ত, শিক্ষানুরাগী ব্রজমোহন লাল, জীবনানন্দ  দাশ,সুফিয়া কামাল, কামিনী রায়ের বরিশাল। বরিশাল নিয়ে আমাদের গর্ব করার অনোক কিছু আছে। সকলের প্রতি অনুরোধ সকলে খোকন সেরনিয়াবাতকে ভোট দিবেন, নৌকা মার্কায় ভোট দিবেন। খোকন সেরনিয়াবাত সুন্দর একটি ইশতিহার ঘোষনা করেছেন। তিনি নির্বাচিত হলে তা শতভাগ বাস্তবায়ন করে একটি স্মার্ট নগরী উপহার দিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments