Home শিক্ষা ক্যাম্পাস ক্যাম্পাসে প্রবেশ নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

ক্যাম্পাসে প্রবেশ নিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

দখিনের সময় ডেস্ক:
বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ম আছে শাবিপ্রবি ক্যাম্পাসে বন্ধের দিনে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া এলাকার কয়েকজন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা বাধা দেন। এ নিয়ে শুরু হয় উভয় পক্ষের বাকবিতন্ডা। একপর্যায়ে বহিরাগতরা নিরাপত্তারক্ষীর গায়ে হাত তুলতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। এ নিয়ে পরবর্তীতে শিক্ষার্থী ও এলাকাবাসীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
এদিকে এ সংঘর্ষের ঘটনায় এলাকাবাসীদের সঙ্গে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান, আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রক্টোরিয়াল বডির সভা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইলিয়াস শরীফ গণমাধ্যমকে বলেন, এই মুহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে যথেষ্ট পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments