Home অন্যান্য করোনা ভাইরাস বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ তীব্রতার পেছনে যে কারণে

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ তীব্রতার পেছনে যে কারণে

আলম রায়হান:

করোনাভাইরাসের প্রথম ঢেউ বাংলাদেশ সফলভাবে সামাল দিয়ে। এটি প্রমানিত সত্য। কিন্তু দ্বিতীয় ঢেউ? এবার পরিস্থিতির অবনতি হয়েছে। অথচ দেশে গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করোনা ভাইরসের সংক্রমণ ছিল নিম্নমুখী। এর মধ্যে দ্বিতীয় ঢেউ শুরু হয় মার্চ মাসে। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যেমন বেশি তীব্র, একই সাথে গুরুতর রোগী এবং মৃত্যুর সংখ্যাও প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি। পরিসংখ্যান এ কথাই বলে। এদিকে বরোনা মহামারী বিশ্ব থেকে কবে যাবে- তা কেউ বলতে পারছেন না।

নিম্নমুখী অবস্থা থেকে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে কাড়ঝে কেন? করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণা করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউণ্ডেশন। এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. সমীর সাহা গনমাধ্যকে জানিয়েছেন, সংক্রমণ যখন নিম্নমুখী হয়েছিল, তখন সবার মাঝে একটা ধারণা তৈরি হয়েছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এজন্য সবক্ষেত্রে ঢিলেঢালাভাব থাকার বিষয়টি এবার সংক্রমণের তীব্রতার অন্যতম কারণ।

বিয়েবাড়ি থেকে শুরু করে সমুদ্র সৈকত পর্যন্ত সব জায়গায় মানুষ গেছে।  চলেছে বই মেলা। এই বন্ধ্র, এই খোলা চক্করে মানুষ গাগাদি করে এক ষ্তান থেকে অন্য স্থানে গেছে। লকডাউনকে বিবেচনা করেছে লম্বা ছুটি হিসেবে। এ বিবেচনায় ছুটেছে গ্রামের বাড়ির দিকে, যেনো ঈদের ছুটি। সবমিলিয়ে সরকারী ব্যাবস্থাপনার ত্রুটি এবং মানুষের খামখেয়ালী ও অনাচারের কারণে ভাইরাস খুবই দ্রুত ছড়িয়েছে। আর ভাইরাস যখন শরীরে আসে, তখন সে মাল্টিপ্লাই ( সংখ্যাবৃদ্ধি ) করে এবং এর মধ্যে মিউটেশনগুলো হয়। একইভাবে বিস্তারও ঘটে। ফলে স্বাস্থ্যবিধি না মেনে সব জায়গায় ঘুরে বেড়ানো বা জনসমাগম করোনা ভাইরাস সংক্রমনের অন্যতম কারণ।  এমনটাই বলছেন গবেষকরা। গবেষণায় আরও কয়েকটি কারণ তারা পেয়েছেন। এদিকে আমাদের দেশে ইউকে এবং সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এসেছে। এগুলোর বিস্তার হয়েছে সব জ্যা়গায়। সব কিছু মিলিয়েই এই অবস্থা হয়েছে।

এদিকে করোনা নিয়ে গবেষণা করার মতো প্রতিষ্ঠানের অভাবও রয়েছে বাংলাদেশে। এদিকে গবেষণাগুলোর উপরও সাধারণ মানুষ এবং নীতি নির্ধারকরাও অনেক সময় পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন না। এদিকে, ভারতে পরিস্থিতি যে চরম খারাপ হচ্ছে, সে ব্যাপারেও বাংলাদেশের এক রকমের উদাসীনতা লক্ষ করছেন অনেকেই। অথচ সবাই জানেন ভারত ও পাকিস্তানসহ এই উপমহাদেশে করোনার বড় রকমের ঢেউ এসেছে এবার। এদিকে পশ্চিমবঙ্গে যে ট্রিপল মিউটেটেড ভাইরাস এসেছে, সেটা বাংলাদেশে এলে পরিস্থিতি কী হবে-সেটা নিয়ে অনেকে গবেষকই শংকিত।

যদিও বিশেষজ্ঞরা ভারতে সংক্রমণের গতিবিধির দিকে নজর রাখছেন বলে দাবী স্বাস্থ্য অধিদপ্তরের। কিন্তু এই নজর রাখার বিষযটি কতটা বাস্তব তা নিয়েও প্রশ্ন আছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, চলমান করোনার দ্বিতীয় ঢেউ আসার বিষয়ে বিশেষজ্ঞরা কোন পূর্বাভাস সরকারকে দিয়েছিল কীনা- তা নিয়েও বিস্তর প্রশ্ন।  যদিও সরকারের কারিগরি কমিটির প্রধান অধ্যাপক মো: শহীদল্লাহ বলছেন, ‘আমাদের সংক্রমণ কমা শুরু হলো, তখনও আমরা বলেছি যে আমাদের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এটাও আমরা পরিস্কার বলেছি যে, এই মহামারী বিশ্ব থেকে কবে যাবে- এটা কেউ বলতে পারছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments