Home আন্তর্জাতিক আফগানিস্তানে এত প্রাণ ও সম্পদ ধ্বংসের আদৌ প্রয়োজন ছিল

আফগানিস্তানে এত প্রাণ ও সম্পদ ধ্বংসের আদৌ প্রয়োজন ছিল

দখিনের সময় ডেক্স ॥

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টানার সময় এসেছে। দীর্ঘ দুই দশক পর আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু দেশটিতে কি টেকসই স্থিতিশীলতা ফিরে এসেছে ? তাহলে দীর্ঘ দুই দশক ধরে এত প্রাণহানি ও সম্পদ নষ্টের আদৌ কোনো প্রয়োজন ছিল কি না, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি অনুযায়ী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা। সেই অনুযায়ী চলতি এপ্রিল মাস হয় ১৪ তম মাস। তবে এর মধ্যে প্রত্যাহার করতে না পারলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ এপ্রিল ঘোষণা দেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি করা চুক্তির বাস্তবায়নে কিছু শর্ত ছিল। বলা হয়েছিল চুক্তি অনুযায়ী এই প্রত্যাহারের নির্ভর করবে ভবিষ্যতে তালেবানের আচরণ, আফগানিস্তানে সহিংসতার মাত্রা হ্রাস এবং তালেবান ও আফগান সরকারের মধ্যে সফল আলোচনার ওপরে।

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম আফগান যুদ্ধ অবসানের জন্য প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টানার সময় এসেছে। সময় এসেছে সেনাদের ঘরে ফিরিয়ে আনার। তালেবানের সঙ্গে যুদ্ধ করার চেয়ে যুক্তরাষ্ট্রের আশু চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাই এখন অগ্রাধিকার। তিনি বলেন, ‘আমি চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে কথা বলছি। সমস্যাটিকে আমি আমার কোনো উত্তরসূরি প্রেসিডেন্টের জন্য রেখে যেতে চাই না।’

কিন্তু আদৌ কি দেশটিতে টেকসই স্থিতিশীল অবস্থা ফিরে এসেছে? দীর্ঘ দুই দশক ধরে আফগানিস্তানে মার্কিন জোট বাহিনীর অবস্থানের চড়া মূল্য সব পক্ষকেই দিতে হয়েছে। সেই মূল্য জীবন দিয়ে, যাপিত জীবনে ক্ষতি এবং অর্থমূল্যে শোধ করতে হয়েছে। দীর্ঘ এই সময়ে এত প্রাণহানি ও সম্পদ নষ্টের আদৌ কোনো প্রয়োজন ছিল কি না, সেই উত্তর খোঁজার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

একটু পেছনে ফিরে দেখা যাক। ১৯৯৬ সাল থেকে ২০০১, এই পাঁচ বছরে ওসামা বিন লাদেনের নেতৃত্বে আফগানিস্তানে শক্ত ঘাঁটি গেড়ে বসেছিল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা। তারা সেখানে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প বানিয়েছে। এমনকি কুকুরের ওপর বিষাক্ত গ্যাসের প্রভাব পরীক্ষা করার সুযোগ পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি মানুষকে নিজেদের সংগঠনে ভিড়িয়ে এক একজনকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি হিসেবে গড়ে তুলেছে। সংগঠন হিসেবে আত্মপ্রকাশের তিন বছরের মাথায় ১৯৯৮ সালে আল-কায়েদা কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালায়। ওই সব হামলায় ২২৪ জন নিহত হয়েছিল, যার বেশির ভাগই ছিল আফ্রিকার সাধারণ মানুষ।

ওই সময়ে আফগানিস্তানে তালেবান সরকারের পূর্ণ পৃষ্ঠপোষকতা পেয়েছিল আল-কায়েদা। ১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। যুক্তরাষ্ট্র ওই সময় তাদের মিত্র সৌদি আরবের মাধ্যমে তালেবান সরকারকে চাপ প্রয়োগ করে আফগানিস্তান থেকে আল-কায়েদাকে উৎখাতের চেষ্টা করেছিল। কিন্তু তালেবান সরকার তাতে সাড়া দেয়নি। কিন্তু ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান সরকারকে দায়ীদের তাদের হাতে তুলে দিতে বলেছিল। কিন্তু সেবারও তালেবান ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। এর উপযুক্ত জবাব দিতে আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী।

তারপরের কয়েক মাসে আফগানিস্তানে তালেবানবিরোধী বাহিনী ‘দ্য নর্দান অ্যালায়েন্স’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাহিনীর সহায়তায় কাবুলে হামলা চালিয়ে তালেবান সরকারকে উৎখাত করে। আল-কায়েদা জঙ্গিরা পাকিস্তান সীমান্তে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments