Home বরিশাল পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত মেয়রের অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ১০, হাসপাতালে ভর্তি...

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নবনির্বাচিত মেয়রের অনুসারীদের মধ্যে সংঘর্ষে আহত ১০, হাসপাতালে ভর্তি ৬

দখিনের সময় ডেস্ক:
বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে আরো বড় রকমের সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
আজ শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় শহরের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় কাশিপুর বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) লোকমান হোসেন  গণমাধ্যমকে জানান, ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এবং রাত ৯টা পর্যন্ত কোনো পক্ষ থানায়ও অভিযোগ করেনি।
বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাত নব নির্বাচিত কাউন্সিলর এবং ছাত্র-যুব ও আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শনিবার সকালে বাসযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে পৌছানোর আগেই আগৈলঝাড়ার পয়সারহাট নামক এলাকায় বাসের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। টুঙ্গিপাড়া পৌছে  শ্রদ্ধা নিবেদন শেষে বরিশালে ফেরার পথে গৌরনদীর বাটাজোরে ও উজিরপুরের ইছলাদিতে ফের বাসের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়লে আ’লীগ নেতারা তাদের শান্ত করেন। কিন্তু একটি গ্রুপ মুঠোফোনে তাদের লোকদের কাশিপুরে অবস্থান নিয়ে থাকতে বলেন এবং বাসটি সন্ধ্যার আগে সেখানে পৌছালে শুরু হয় উভয়গ্রুপের সংঘর্ষ।
বিভিন্ন সূত্রে দাবি, সংঘর্ষে আহত সোহেল ফকির, আশিক ও জাকারিয়া আলম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন এবং মাহাদী হাসান, তুহিন ও ফাইজুল কেন্দ্রীয় যুবলীগ সদস্য ওয়াসিম দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত। জসীম এবং ওয়াসিম তৎকালীন বরিশাল মহানগর ছাত্রলীগের একই কমিটির সভাপতি-সম্পাদক ছিলেন। বর্তমানে তারা বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী।  এই সংঘাতের ঘটনায় জসীম এবং ওয়াসিম তাদের অনুসারীদের জড়িত থাকার কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে কারা জড়িত তাদের নাম-পরিচয় বলতে পারছেন না। উভয়ে বলছেন, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে এবং সংঘাতের সূত্রপাত কী তাও জানার চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments