Home অন্যান্য নুরকে গ্রেপ্তারসহ গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি

নুরকে গ্রেপ্তারসহ গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি

দখিনের সময় ডেস্ক:
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠক ও পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত জঙ্গিগোষ্ঠী কুকি-চিনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে নুরুল হক নুরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতসহ গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।
বুধবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম তুষার বলেন, গণঅধিকার পরিষদ নামে সংগঠনের সাবেক সদস্য সচিব নুরুল হক নুর সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। যা মেন্দি এন সাফদির সঙ্গে নুরুল হক নুরের ছবি, তার স্বীকারোক্তিমূলক কথোপকথন, তার সংগঠনের অন্যান্য সদস্যদের স্বীকারোক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে টেলিভিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবেই দেখানো হয়েছে যে, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী কুকি-চিনের সঙ্গেও নুরুল হক নুরের যোগাযোগ রয়েছে এবং তিনি এক লাখ কার্তুজের গুলি পাঠিয়েছে। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী জঙ্গিগোষ্ঠী সঙ্গে তার এ যোগাযোগ প্রমাণ করে যে, তিনি আসলে দেশের শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতিকে বিনষ্ট করতে চান।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসির আল আমিন পলাশ, মাহমুদুল ইসলাম রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, শিবলী ফোরকান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments