দখিনের সময় ডেস্ক:
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। দেওয়ানি মামলা নং (৩৬৮/২০২৩)।
মামলায় বরিশাল ক্লাব লিমিটেডের সেক্রেটারিকে দ্বিতীয় আসামি করা হয়েছে। মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, মফিজুর রহমান চৌধুরী বরিশাল ক্লাবের ৪৬২ নম্বর সদস্য। মামলার ১নং বিবাদী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। তার সদস্য নং ৬৭৬। বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হওয়ার জন্য সদস্য পদে ১০ বছর থাকার বিধান রয়েছে। বিধান মতে সাদিক আবদুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু সাদিক আবদুল্লাহ ২০১৯ সালের ৮ মার্চ গঠনতন্ত্রের ৩২ (খ) ধারা লঙ্ঘন করে বেআইনি ও অবৈধভাবে সভাপতির পদ দখল করেন।
মামলায় বলা হয়েছে, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বেআইনিভাবে সভাপতি নির্বাচিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জন্য ক্লাবের দুটি রুমে থাকার ব্যবস্থা করেন। এছাড়া ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে বিল পরিশোধ করেননি। ফলে তার কাছে কোটি টাকার ওপরে পাওনা রয়েছে ক্লাবের। যার দায়ভার বাদীসহ ক্লাবের সদস্যদের বহন করতে হচ্ছে। আজাদ রহমান বলেন, প্রতি দুই বছর পর পর ক্লাবের স্থায়ী/আজীবন সদস্যদের ভোটে সভাপতি ও পরিচালকবৃন্দ নির্বাচিত হন। অথচ পদ দখল করে ২০১৯ সালের পর থেকে কোনো ধরনের নির্বাচন দেননি সাদিক আবদুল্লাহ।