দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানের সাধারণ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে আগামী আগস্ট মাসে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গত বৃহস্পতিবার একটি লাইভ ভাষণে এ কথা বলেন শাহবাজ শরিফ।
প্রধানমন্ত্রী সেই পরিস্থিতির পুনরাবৃত্তি করেছিলেন যেখানে ১৩ দলীয় জোট সরকার ২০২২ সালের এপ্রিলে ক্ষমতায় এসেছিল। তিনি বলেন, আমরা ১৫ মাসে চার বছরের জগাখিচুড়ি পরিষ্কার করেছি এবং অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের ফ্রন্টে যে আগুন লেগেছিল তা নিভিয়ে দিয়েছি। আমাদের জোট সরকার ১৫ মাসের ক্ষমতায় রাষ্ট্রকে বাঁচিয়েছে, রাজনীতিকে নয়।
পিটিআই সরকারের আমলে আইএমএফের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, সর্বশেষ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রোগ্রাম অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে ছিল। তবে, এখন আরেকটি নতুন স্ট্যান্ড-বাই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পাকিস্তানের কঠিন সময়ে ‘আন্তরিকভাবে’ সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। এমনকি তার সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য একটি ব্যাপক পরিকল্পনাও তৈরি করেছে বলে জানিয়েছেন।
দেড় বছর ক্ষমতায় থেকে দেশকে হতাশা থেকে বের করে এনে আশার আলো দেখিয়েছেন বলে ব্যক্ত করেন শাহবাজ শরিফ। তার সরকারের এই সময়কালকে বেকারত্ব থেকে পুনরায় কর্মসংস্থানের দিকে যাত্রা বলেও মন্তব্য করেছেন। শাহবাজ শরিফ আরও বলেন, ‘স্বল্প মেয়াদে গঠিত একমাত্র জোট সরকার। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নেতৃত্বাধীন সরকার উপসাগরীয় দেশগুলো থেকে কৃষি, শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগের পথ প্রশস্ত করছে। ব্যবসায়িক এবং বিনিয়োগ সম্প্রদায়ের আস্থা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে। এখন ঋণের চক্র ভাঙার সময়।’
উল্লেখ্য, ২০১৮ সালের ১৮ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তবে পাকিস্তানের রাজনৈতিক ঐতিহ্য বজায় রেখে ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান। তারপর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নানা কর্মসূচির মাধ্যমে শাহবাজ সরকারকে আগাম নির্বাচনের জন্য চাপ দিতে থাকেন ইমরান খান।