Home নির্বাচিত খবর নীল জগতের সেরাদের সঙ্গে কাজ করেছি, বললেন সানি

নীল জগতের সেরাদের সঙ্গে কাজ করেছি, বললেন সানি

দখিনের সময় ডেস্ক:
বলিউড অভিনেত্রী হলেও একসময় নীল জগতের জনপ্রিয় তারকা ছিলেন সানি লিওন। সেই জগত থেকে বের হয়ে আসলেও এখনও অতীত নিয়ে প্রায় সময়েই বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল সিনেমায় কাজ করা প্রসঙ্গে সানি বলেন, ‘পর্ন ইন্ডাস্ট্রির সেরা সেরাদের সঙ্গেই কাজ করেছি।’ উদাহরণ হিসেবে তিনি বলিউডের করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের কথা বলেছেন।
বলিউডে যেমন এরা সেরা, সানি নীল জগতে ঠিক তাদেরই মতো সেরা প্রতিষ্ঠান, ব্যক্তিদের সঙ্গেই কাজ করেছেন। এই তারকা বলেন, আমি সেরা লোকজনের সঙ্গে সেখানে কাজ করেছি। আমি যখন সেরা বলছি, তখন আমি তুলনা করতে পারি এখানকার ধর্মা প্রোডাকশন এবং যশ রাজের সঙ্গে। সানির ভাষ্য, নিজের কাজ নিয়ে অধিক সচেতনতার জন্যই সমসাময়িক অনেক পর্নস্টারের চেয়ে কম কাজ করেছেন তিনি। কিন্তু এজন্য কোনো আফসোস নেই তার।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি লিওনের ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ ক্যশপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন সানি। যা তার চলচ্চিত্র ক্যারিয়ারের অন্যতম সাফল্য। পর্ন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে অতীত, তাই কম কটাক্ষ শুনতে হয়নি সানিকে। কিন্তু ‘কেনেডি’ তার ক্যারিয়ারের মোড় ঘোরাবে বলে আত্মবিশ্বাসী অভিনেত্রীর।
‘কেনেডি’ নিয়ে ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি বলেছেন, ‘তুমি সানি লিওন, একটা পর্ন স্টার। তুমি শুধুই ছবিতে গ্ল্যামার বাড়াতে পারো। এসব কথা আমি বছরের পর বছর ধরে শুনে আসছি। কিন্তু এবার আর লোকজন সেটা বলতে পারবে না। কেউ বলতে পারবে না আমার অতীতের জন্য আমি এই ছবিতে কাজ পেয়েছি, কিংবা এই ছবিতে শুধুই গ্ল্যামার বাড়িয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments