Home বরিশাল চুরি হওয়া মোবাইল সেট মালিকদের কাছে হস্তান্তর করেছে এপিবিএন

চুরি হওয়া মোবাইল সেট মালিকদের কাছে হস্তান্তর করেছে এপিবিএন

সাকিব রায়হান বাপ্পি:
ধরুন আপনার মোইল সেট হারিয়েছে বা চুরি হয়েছে। অথবা হাতসাফাই করেছে পকেটমার বা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। নিশ্চয়ই বিষয়টি আপনার জন্য কষ্টের এবং ক্ষতির। কিন্তু হাতগুটিয়ে চুপচাপ না থেকে থানায় কেবল অভিযোগ করে রাখুন। পুলিশ আপনার ফোন সেট উদ্ধার করে দেবে। তা হোক এক মাসের মধ্যে অথবা দুই বছর পর। মোবাইল সেট চালু করলেই পুলিশের নেটওয়ার্কে ধরা পড়বে এর অবস্থান এবং চিহ্নিত হবে ব্যবহারকারী।
কুমিল্লার মো: মোসলেউদ্দিনের বয়স পঞ্চাশ ছুইছুই। তাঁর মোবাইলটি ছেলের কাছ থেকে হাতসাফই হয়েছে ২০২১ সালে। এই সেটটি তাঁর হাতে এসেছে আজ রোববার, মানে ২০২৩ সালের ১৬ জুলাই। তবে আফসে আপ আসেনি। উদ্ধার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল। উদ্ধারকৃত সেটগুলো মালিকেদের হাতে তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

মোবাইল সেট হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল সেট উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর কালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বরিশাল-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, ২০২২ সাল থেকে এপর্যন্ত ৯৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ(১৬ জুলাই) হস্তান্তর করা হলো ১৬টি মোবাইল সেট।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, ৬ ধারা অনুসারে এপিবিএন-এর অনেক কিছু করার আছে। সাইবার অপরাধ, মানব পাচারসহ অনেক অপরাধের হোতাদের আটক করার এখতিয়ার ও সক্ষমতা রয়েছে এপিবিএন-এর। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৬ হাজার জনবলের বাহিনী বসেবসে সময় কাটাবার দিন আর নেই। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, আপরাধীকে আটক করা হচ্ছে আইনী প্রক্রিয়ার অর্ধেক। সেটি আমরা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রনো ভাই রাজনৈতিক অবস্থান বদল করেননি

ছাত্রজীবনে রাজনৈতিক বিশ্বাস ও সম্পৃক্ততার সূত্রে বাম রাজনীতিকদের বিষয়ে বিশেষ শ্রদ্ধাবোধ লালন করে আসছি। এ ধারায় আশি-একাশি সালে পেশাগত জীবনের সূচনালগ্নে বাম নেতাদের সঙ্গে...

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, আলোর যাত্রার সূচনায় রাজনীতি

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ (শুক্রবার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর...

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো : প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ৬ তারিখে বাজেট দেবো। বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাস্তবায়নও করবো। দেশি-বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা...

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর, বরিশালের কৃতি সন্তান

দখিনের সময় ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব খন্দকার মোস্তাফিজুর রহমান। বর্তমানে তিনি গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মোস্তাফিজুর...

Recent Comments