Home নির্বাচিত খবর একতরফা নির্বাচন করতে ডিসি-এসপিদের রদবদল করছে সরকার, অভিযোগ হারুনের

একতরফা নির্বাচন করতে ডিসি-এসপিদের রদবদল করছে সরকার, অভিযোগ হারুনের

দখিনের সময় ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় জেলার এসপি, ডিসি ও ডিআইজিদের রদবদলে ব্যস্ত হয়ে উঠেছে। পছন্দের লোকদের বেছে বেছে পোস্টিং দিচ্ছে।  রোববার (১৬ জুলাই) বিকেলে আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রীর পদত্যাগসহ নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে পদযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ঢাকায় এক মাইলের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ হলো। এতে কোনো বিশৃঙ্খলা হয়নি। আওয়ামী লীগের লোকদের বিশ্বাস করা যাবে না। কারণ ন্যাড়া বেল তলায় একবারই যায়। বারবার যাবে না। সুতরাং জনগণের জোয়ার কোন দিকে যাবে শেখ হাসিনা এখনো বুঝতে পারেননি। তাদের অনেকের বিমানের টিকিট কাটা আছে। তারা বুঝে নিয়েছে বাংলাদেশের আবহাওয়া মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়।
হারুনুর রশীদ আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা হলে আমার বাড়ির সামনের নির্বাচন অফিস, ডিসি অফিস ও এসপি অফিস অবরুদ্ধ করে রাখা হবে। কোনো মূল্যে নির্বাচনী সরঞ্জাম বের হতে দেওয়া হবে না। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। সাধারণ মানুষের রক্ত পেরিয়ে তাদের বের হতে হবে। তিনি বলেন, এলিট ফোর্স র‍্যাব তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেনি। তারা গুম-খুনে জড়িত থাকায় তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞা আসার পরে শতকরা ৯৫ ভাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমে এসেছে। আর ভিসানীতি ঘোষণার পর আওয়ামী লীগের লোকজনের মুখ শুকিয়ে গেছে।
জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারেক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments