Home আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয় ইইউ, অফিস খুঁজছে ঢাকায়

নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয় ইইউ, অফিস খুঁজছে ঢাকায়

দখিনের সময় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণে বেশ সক্রিয় হতে দেখা যাচ্ছে ইউনিয়ন ইউনিয়ন (ইইউ)-কে। ইতোমধ্যে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইইউ। পর্যবেক্ষণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ঢাকায় অফিস খোঁজা শুরু করেছে তারা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, অফিসের জন্য প্রাথমিকভাবে বাংলামটরের রূপায়ণ টাওয়ারে একটি ফ্লোর দেখা হয়েছে। এ ছাড়া উত্তরা ও বারিধারা এলাকায়ও অফিসের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। আগামী মাসের মধ্যেই ঢাকায় অফিস গোছানোর কাজ শেষ করতে চান ঢাকায় নিযুক্ত ইইউ কর্মকর্তারা।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি অফিস খোঁজার বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে বলেন, তারা সবেমাত্র অফিসের জন্য সম্ভাব্য জায়গার খোঁজ করছেন। তবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘পর্যবেক্ষক পাঠানো কিংবা অফিস খোঁজার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে ইইউ প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। এ সময় নির্বাচন কমিশনের কার্যক্রম ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। কোনো বিষয়েই তারা অসন্তুষ্টি প্রকাশ করেননি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৫ জুলাই বিএনপির একজন প্রভাবশালী নেতার বাসায় নৈশভোজে যোগ দেবেন ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। বিএনপির পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করছেন ওই নেতা।
প্রসঙ্গত, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যে গত ৯ জুলাই দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়নের জন্য এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সুশীল সমাজসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন। আগামী ২৩ জুলাই তাদের বাংলাদেশ ছাড়ার কথা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments