Home শীর্ষ খবর রুশ জাহাজে মোংলা এলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ

রুশ জাহাজে মোংলা এলো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ

দখিনের সময় ডেস্ক:
রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারীজ পণ্য নিয়ে রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে এসে ভিড়েছে রুশ জাহাজ এম. ভি ইসানিয়া। রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি আজ বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এরপর বিকেল ৪টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়।
এ রুশ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্টিক মেশিনারীজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশ্যে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এম. ভি ইসানিয়া। এরপর রাশিয়ান পতাকাবাহী এ জাহাজটি আজ বুধবার বিকেল ৩টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। ভিড়ার পর বিকেল ৪টা থেকে এ জাহাজটি হতে ৪৪২ প্যাকেজের মেশিনারীজ পণ্য খালাসের কাজ শুরু হয়।
জাহাজ থেকে মেশিনারী পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। পণ্য খালাস শেষে এ জাহাজটি শুক্রবার মোংলা বন্দর ত্যাগ করবে। জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারীজ পণ্য রোববার থেকে সড়ক পথে নেওয়া শুরু হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। এর আগে গত ১১ জুলাই এম. ভি মার্গারেট, ২ জুলাই এম. ভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এম. ভি আনকা স্কাই, ৬ মে এম. ভি আনকা সান ও ২৫ এপ্রিল এম. ভি ইয়ামাল অরলান রুপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরে আসে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে ৭টি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রুপপুরের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে নিষেধাজ্ঞার বাহিরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে রুপপুরের পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments