Home শিক্ষা ক্যাম্পাস বকেয়া টাকা চাওয়ায় রেস্তোরাঁ মালিককে পেটানোর অভিযোগ ঢাবির ছাত্রদের বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্তোরাঁ মালিককে পেটানোর অভিযোগ ঢাবির ছাত্রদের বিরুদ্ধে

দখিনের সময় ডেস্ক:
বকেয়া টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বর্ধিতাংশ শাহ নেওয়াজ ছাত্রাবাসের কয়েকজন ছাত্র এক রেস্তোরাঁ মালিককে ধরে এনে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার দোকানও ভাঙচুর করা হয়। গতকাল বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
পরে রেস্তোরাঁ মালিকের এক আত্মীয় ৯৯৯-এ ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত রেস্তোরাঁ মালিকের নাম নেয়ামতউল্লাহ। রাজধানীর নিউমার্কেট এলাকার আইয়ুব কলোনিতে ‘রাইস কিং’ নামে রেস্তোরাঁ চালান তিনি।
নেয়ামতউল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘শাহনেওয়াজ হলের কিছু ছাত্র বাকি খেয়ে চলে যায়। টাকা চাইলে বিকাশ থেকে তুলে দেবে বলে আর দেয় না। আজ এক ছাত্র আমার হোটেলে খাওয়ার পর বিকাশ থেকে টাকা তুলে এনে দেবে বললে, আমি বলি, আমাকে সেন্ড মানি করেন। বিল হিসেবে ৯০ টাকা সেন্ড মানি করে চলে যায় সে। কিছুক্ষণ পর ছাত্ররা এসে আমাকে হলের ভেতর নিয়ে যায়।’
‘এর আগে দোকানের চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। আমাকে হলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি, হকিস্টিক দিয়ে মারধর করে। পরে একটি রুমে নিয়ে ২৫/৩০ জন মিলে কিলঘুষি মারে। আমি তিনবার অজ্ঞান হয়ে যাই। তখন পানি চাওয়ায় তারা আমার মুখে প্রস্রাবও করে’, বলেন রেস্তোরাঁ মালিক।
মারধরকারীদের চিহ্নিত করার বিষয়ে রেস্তোরাঁ মালিক বলেন, ‘হলে তিনজন ছিল আর বাকি তিনজন বাইরে ছিল। হলের তিন শিক্ষার্থী হলো- রাহাত, তৌহিদ ও ইমরান। আর হলের বাইরের তিনজন হলো- মিন্টু, ওদুদ ও ওদুদের ভাইগ্না শাকিল।’
খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যায় রেস্তোঁরায় বাকি খেতে যাওয়া ছাত্রের নাম তাওহিদুল ইসলাম। তিনি গ্রাফিক ডিজাইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাসের ওয়ার্ডেন আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে বলে জানতে পেরেছি, সে প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ছিল বলে পরিচয় দেয়। শিক্ষার্থীরাও এটা নিয়ে বিরক্ত। আজকে নাকি তাওহিদুল নামে শিক্ষার্থীর কলার ধরে শার্ট ছিঁড়ে ফেলছে। পরে সে ছাত্রাবাস এসে লোকজন নিয়ে মারধর করে। শিক্ষার্থীরা যে কাজটি করেছে মোটেও ভালো করেনি।’
অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন, ‘প্রভোস্ট স্যারকে বিষয়টি জানিয়েছি। ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে আগাব। আমরাও চাচ্ছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments