Home প্রযুক্তি ৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

দখিনের সময় ডেস্ক:
সরকারি একটি ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির সুযোগে ফাঁস হয়েছে নাম, জন্মতারিখ, ই-মেইল এবং ন্যাশনাল আইডেন্টিফিকেশন (NID) নম্বরের মতো দেশের ৫ কোটির বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য।
দক্ষিণ এশিয়াভিত্তিক বিটক্র্যাক সাইবার সিকিউরিটির জন্য কাজ করা একজন গবেষক ভিক্টর মার্কোপোলোস ঘটনাক্রমে গত ২৭ জুন গুগল অনুসন্ধানে এই ত্রুটি আবিষ্কার করেন এবং এর কিছুক্ষণ পরেই বাংলাদেশী ই-গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (CERT) সাথে যোগাযোগ করেন বলে খবর দিয়েছে প্রযুক্তি সাইট (https://techcrunch.com/2023/07/07/bangladesh-government-website-leaks-citizens-personal-data/) টেকক্র্যাঞ্চ।
ভিক্টর জানান, ‘.gov.bd’ ডোমেইনে থাকা একটি বাংলাদেশি সরকারি ওয়েবসাইটে এসব তথ্য উন্মুক্ত অবস্থায় আছে। এ তথ্যগুলো সরকারি পরিষেবা পেতে নাগরিকরা আবেদন করার সময় দিয়েছিলেন। সেখানে লেনদেন আইডি এবং আবেদনকারীদের অর্থ প্রদানের মতো তথ্যও রয়েছে।
তারা বক্তব্য অনুযায়ী আক্রান্ত সরকারি ওয়েবসাইটে একটি পাবলিক সার্চ টুল ব্যবহার করে ফাঁস হওয়া ডেটা বৈধ কিনা তা যাচাই করতে সক্ষম হয়েছে টেকক্র্যাঞ্চ। অনুসন্ধানে দেখা গেছে, ওয়েবসাইটটি ফাঁস হওয়া ডাটাবেসে থাকা অন্যান্য ডেটা ফিরিয়ে দিয়েছে, যেমন যে ব্যক্তি নিবন্ধনের জন্য আবেদন করেছে তার নাম, সেইসাথে কিছু ক্ষেত্রে তাদের পিতামাতার নাম৷ টেকক্র্যাঞ্চ ১০টি বিভিন্ন সেটের ডেটা দিয়ে চেষ্টা করে প্রতিটির সঠিক ডেটা ফেরত পেয়েছে৷
তবে নাগরিকের গোপন তথ্য প্রকাশ্যে থাকার বিষয়টি নিয়ে বিজিডি ই-গভ সিআইআরটির প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এর কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments