Home রাজনীতি বিএনপি মরণ কামড় দেবে: শামীম ওসমান

বিএনপি মরণ কামড় দেবে: শামীম ওসমান

দখিনের সময় ডেস্ক:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘বিএনপি মরণ কামড় দেবে। এই কামড় দেবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, তারা আন্দোলনের নামে মরণ কামড়ের ষড়যন্ত্র করেছে। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া নয়, এখন তাদের একটাই উদ্দেশ্য নির্বাচনকে বন্ধ করে দেওয়া। কারণ তারা জানে তারা নির্বাচনের মাধ্যমে কখনোই ক্ষমতায় আসতে পারবে না। সামনে সময় ভালো না, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।’
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খানপুরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, ‘সামনে কঠিন সময় আসছে। অনেকে বুঝতেছে না। আঘাত করা হবে। আমাদের তৈরি হতে হবে। দেশের যে কোনো আন্দোলন-সংগ্রামে আমাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমাদের পূর্বপুরুষরা যারা আওয়ামী লীগ সৃষ্টি করেছিলেন তাদের মতো করে আমাদেরও লড়তে হবে।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমেরিকায় আমি একা ছিলাম, তারপরও তাদের প্রতিহত করেছি। আমি বিশ্বাস করি কর্মী যদি সাচ্চা হয় তাহলে শামীম সাচ্চা। নেতারা বেঈমানি করে কিন্তু কর্মীরা কখনো বেঈমানি করে না। কারও কান কথায় না, আমাদের সামনের পরিস্থিতি বিবেচনা করে ত্যাগীদের কমিটিতে জায়গা করে দিতে হবে।’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
সম্মেলনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments