দখিনের সময় ডেস্ক:
সমাবেশের ঘোষণা দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে জামায়াতে ইসলামী। আনুষ্ঠানিকভাবে ডিএমপি কমিশনারের কাছে আইনজীবী প্রতিনিধিদল পাঠিয়েও অনুমতি চেয়েছে দলটি। তবে সোমবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট বলে দিয়েছেন অনুমতি দেওয়া হবে না জামায়াতকে। এরপর দলটির ঊর্ধ্বতন নেতাদের পক্ষ থেকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দৌড়ঝাঁপ চলছে। এর মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবে দলটি।
মঙ্গলবার দুপুর ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিন দফা দাবি আদায়ে সমাবেশের ডাক দিয়েছে দলটি। দাবিগুলো হলো– তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ। দলটির সিনিয়র নেতারা বলছেন, পুলিশের সহযোগিতায় শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। সমাবেশ কর্মসূচি সফলের লক্ষ্যে প্রচারপত্র বিলি, একাধিক সমন্বয় ও প্রস্তুতি সভাও করেছে দলটি।
তবে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বায়তুল মোকাররম উত্তর গেটে কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না জামায়াতকে। মঙ্গলবার (১ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, আজকের সমাবেশের আপডেট জানতে বেলা ১১টা পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ করছি।
Post Views:
62