Home বরিশাল বরিশাল নগরীতে ৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন,  ৩২টিতে চলে বসবাস ও ব্যবসাবানিজ্য

বরিশাল নগরীতে ৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন,  ৩২টিতে চলে বসবাস ও ব্যবসাবানিজ্য

দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর বসবাস অযোগ্য ৩৭টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পরিবার নিয়ে বসবাস করছেন অনেকে। বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে। এ তালিকায় রয়েছে সরকারি দপ্তরের বেশ কয়েকটি ভবনও।
ঝুঁকিপূর্ণ এ ভবনগুলো ৫ বছর আগে চিহ্নিত হয়েছে।  সরেজমিন ঘুরে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ শনাক্ত হওয়া ৩৭টি ভবনের হাতেগোনা ৩/৪টি ভবন ছাড়া বাকিগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ও মানুষ বসবাস করছেন। এসব ভবনের মালিকরা অধিকাংশই বলছেন, উদ্দেশ্যমূলকভাবে ঝুঁকিপূর্ণ শনাক্ত করেছে নগর কর্তৃপক্ষ। তবে এখন প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি নন তারা।
এদিকে তিন দপ্তরের সমন্বয়হীনতার কারণে শনাক্ত হওয়া ভবনগুলোর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি নগর ভবন কর্তৃপক্ষ। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলী আবুল বাশার বলেন, পাঁচ বছর আগেই ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ শনাক্ত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ শনাক্ত হওয়া ভবন মালিকদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। আমরা তাদের আহ্বান জানিয়েছি যেন তারা ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণ করে নেন। নোটিশ দেওয়ার পরও পাঁচ বছরে ঝুঁকিপূর্ণ কোনো ভবন অপসারণ না হবার কথা স্বীকার করেন এই কর্মকর্তা।
এসব ভবন নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত সর্ম্পকে জানতে চাইলে সিটি করপোরেশনের স্থপতি হাসিবুর রহমান টিপু বলেন, ভবন মালিকদের নোটিশ দেওয়া হলেও তারা এসব ভবন অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনাগ্রহী। অনেকে নোটিশ পেয়ে উল্টো মামলা করেছেন। তবে আমরা সদর রোডের অতি ঝুঁকিপূর্ণ শাকুর ম্যানশনটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।
সিটি করপোরেশনের করা তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ ভবনগুলো হচ্ছে- কাউনিয়ায় জানুকিসিংহ রোড সংলগ্ন মতি লস্করের ভবন, পূর্ব বগুড়া রোডের কাজি অফিসের পেছনে রবীন্দ্রনাথ সেনের ভবন, আগরপুর রোডের মহিলা কলেজের দক্ষিণ পাশে মনু মিয়ার গং দেব ভবন, ফজলুল হক এভিনিউর আবদুর রউফ হায়দারের হোটেল বাহাদুর, সার্কুলার রোডের সৈয়দ মনছুর আহমেদের ভবন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের ফাতেমা খাতুনের শাকুর ম্যানশন, ঈশ্বরবসু রোডের এ্যাড. ওাশিদা আক্তার চম্পার সৈয়দ মঞ্জিল, হাসপাতাল রোডের অমৃত লাল দে কলেজর দক্ষিণ পাশে মান্নান মৃধার ভবন, কালুশাহ সড়কের জালাল আহমেদের ভবন, মেজর এম.এ জলিল সড়কে সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস, মেডিকেল কলেজ রোডের ফরিদ উদ্দিনের ভবন ক্ষণিকা, সরকারি বিএম কলেজের সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বগুড়া রোডের সালাম চেয়ারম্যানের পুরাতন ভবন, একই রোডের পশ্চিম পাশে হাজী ইসরাইলের ভবন, সৈয়দ হাতেম আলী কলেজের ভেতরের জ্ঞান বিজ্ঞান ভবন, নগরীর ৯ নম্বর ওয়ার্ডের অবস্থিত গনপূর্ত বিভাগ এবং পুলিশ সুপারের তদারকিতে থাকা মালখানা ও গারদখানা,  কলেজ রোডের ফরিদ উদ্দিন ভবন, উপজেলা পরিষদের পুরাতন ভবন, সদর রোডের সৈয়দ গোলাম মাহাবুবের সৈয়দ ভবন, কাউনিয়া প্রধান সড়কের ২ নম্বর ওয়ার্ডের বেনী লাল গুহ ভবন, রূপাতলীর নলছিটি প্লাজা, কাটপট্টি রোডের রফিকুল ইসলামের মিল্লাত ফার্মেসি, একই রোডের নাছির উদ্দিনের চন্দ্রিকা ব্রাদার্স, স্বপনের আহম্মদ ক্লথ স্টোর্স, কাঠপট্টির আব্দুর রহমান তুহিনের ভবন, একই রোডের সৈয়দ জামাল হোসেনের সুমান ব্রাদার্স, সৈয়দ জামাল হোসেন নোমানের অমৃত ভবন, সৈয়দ কামাল হোসেন রুবেলের ভবন, সৈয়দ চুন্নু মিয়ার ভবন, চিত্ত সাহার ভবন, নরেশ চন্দ্র ঘোষ ও জোগেশ চন্দ্র ঘোষের ভবন, ফজলুল হক অ্যাভিনিউর গোল্ডেন টাওয়ার ভবন, হাসপাতাল রোডের মনিরুজ্জামানের ভবন, বগুড়া রোডের অপসোনিনের সামনে মো. মাহাবুব হোসেনের ভবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments