Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন নিয়ে সমস্যার অবসান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদেরকে ‘স্যার’ সম্বোধন নিয়ে সমস্যার অবসান

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের “স্যার” সম্বোধন নিয়ে শিক্ষার্থী- কর্মকর্তাদের মধ্যকার বিরোধ থেকে সৃষ্ট সমস্যার  অবসান হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় অফিসার্স এসোসিয়েশনের কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ ব্যাপারে আলোচনা করা হয়৷
সভায় অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল।  সভায় সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে দু’পক্ষের প্রতিনিধিরা সম্মতি প্রকাশ করেন।
শিক্ষার্থীদের ১৭ দফা যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে কর্মকর্তা – শিক্ষার্থীদের মধ্যে  তৈরি হওয়া দূরত্ব দূর করতে উভয়পক্ষের প্রতিনিধিদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইন বিভাগের শিক্ষার্থী অমিত হাসান রক্তিম বলেন, গত সোমবার আমরা ভিসি স্যারের কাছে ১৭ দফা দাবি পেশ করেছি। সেখানে এমন কোনো দাবি ছিল না যেটা কর্মকর্তাদের জন্য অসম্মানজনক। কর্মকর্তাদের “স্যার” সম্বোধন করা বা না করা নিয়ে রেজিস্ট্রার স্যারের সঙ্গে আমাদের আলোচনা হলেও সেটি কোন দাবি ছিল না। কিন্তু একটি পক্ষ সুকৌশলে আমাদেরকে এবং কর্মকর্তাদেরকে মুখোমুখি দাড় করিয়ে দেবার পায়তারা করেছিলো’।
সভা শেষে অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দীন গোলাপ বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা চায় শিক্ষার্থীরা ভিসি স্যারের কাছে যে ১৭ দফা দাবি পেশ করেছে সেগুলোর যৌক্তিকতা অনুযায়ী সমাধান করা হোক। আজ তারা আমাদের সঙ্গে বসেছিল এবং সম্প্রতি আমাদের মধ্যকার কিছু ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমাদের সাথে তাদের ভাতৃত্বের সম্পর্ক।
উল্লেখ্য, গত সোমবার (৩১ জুলাই) শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষাব্যায় কমানো, আবাসন – পরিবহন সংকট দূরকরা, হলের খাবারের মান বৃদ্ধি, নতুন একাডেমিক ভবন তৈরি সহ নানা ধরণের দাবি পেশ করা হয় উপাচার্য অধ্যাপক  ড. মো. ছাদেকুল আরেফিনের কাছে। একাডেমিক জটিলতা দূরকরণে জোরালো পদক্ষেপের দাবিতে একই দিনে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদারকে এক ঘন্টা অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments