ইমাম বিমান, ঝালকাঠি থেকে
নানান আয়োজনে ঝালকাঠিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টিন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রশাসক কার্যালয় চত্বরে শনিবার সকালে শহীদ শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরসহ জেলা আওয়ামী ও সহযোগী সংগঠন শহীদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে।
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
এ সময় বক্তারা শেখ কামালের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। বহুমুখী প্রতিভার শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রেই অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধে তার অবদান ছিলো অবিস্মরণীয়।