Home শিক্ষা ক্যাম্পাস 'আবরারের 'খুনি'র সঙ্গে ক্লাস নয়"

‘আবরারের ‘খুনি’র সঙ্গে ক্লাস নয়”

দখিনের সময় ডেস্ক:
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্র আশিকুল ইসলাম বিটু ক্লাসে ফিরে আসার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় বুয়েটের শহীদ মিনারে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা বলেন, ‘আমরা আমাদের ভাইয়ের খুনির সঙ্গে ক্লাস করতে রাজি নই।’ মানববন্ধনে শিক্ষার্থীরা আরও জানান, আবরার ফাহাদ হিংস্র ছাত্র রাজনীতির বলি হয়েছেন। তার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে বুয়েটে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন।
তারা আরও বলেন, এই ঘটনায় অভিযুক্ত আশিকুল ইসলাম আজীবন বহিষ্কার হলেও ২০২১ সালের ২২ মে কেমিকৌশল ১৭ ব্যাচের একটি অনলাইন ক্লাসে যুক্ত থাকতে দেখা যায়। এছাড়া তখন অন্তত ৪টি কোর্সে রেজিষ্ট্রেশন করেন তিনি। যদিও পরে শিক্ষার্থীদের তোপের মুখে তার এই চেষ্টা ব্যর্থ হয়। শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি গত ৬ আগস্ট কেমিক্যাল ১৯ ব্যাচের ক্লাসে তাকে আবারও দেখা যায়। এই ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা চরম ক্ষিপ্ত। এত সহজে বুয়েটের তদন্তে প্রমাণিত একজন অপরাধী ফিরে আসতে পারলে আবরার ফাহাদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যায়। এর বিনিময়ে পাওয়া বর্তমান বুয়েটের নিরাপদ পরিবেশ হুমকির মুখে পড়ে।
বিটুর ফিরে আসায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ বলে উল্লেখ করে তারা আরও বলেন, ‘আমরা কোনভাবেই আমাদের ভাইয়ের একজন খুনির সঙ্গে ক্লাস করতে রাজি নই। এরকম অত্যাচারী ও খুনের দায়ে অভিযুক্ত একজন পুনরায় বুয়েট ক্যাম্পাসে ফিরে আসায় সকল শিক্ষার্থী শঙ্কিত ও ক্ষুব্ধ। আমরা আশা করছি দ্রুত তার কোর্স রেজিস্ট্রেশন বাতিলসহ সকল একাডেমিক কার্যক্রম বাতিল করে পুনরায় ক্যাম্পাসকে নিরাপদ করে তোলা হবে।’ প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। তখন আবরার হত্যার ঘটনায় আশিকুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments