Home নির্বাচিত খবর পেঁপে চাষ করে চার মাসে আয় ১৫ লাখ

পেঁপে চাষ করে চার মাসে আয় ১৫ লাখ

দখিনের সময় ডেস্ক:
বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে চমক সৃষ্টি করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালি গ্রামের আবু বকর সিদ্দিক সুমন। গত চারমাসে তার পেঁপে বাগান থেকে আয় হয়েছে কমপক্ষে ১৫ লাখ টাকা। নিজের সেই অভিজ্ঞতার আলোকে এলাকার বেকার যুবকদের পেঁপে চাষ করে আত্মকর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আবু বকর সিদ্দিক সুমন।
আবু বকর সিদ্দিক অভাবের কারণে ১৯৭৭ সালে নবম শ্রেণির পাঠ চুকিয়ে রেলওয়েতে চাকরি নেন। চার বছর প্রজেক্টে চাকরি শেষ হলে ১৯৮১ সালে লেবাননের বৌরুতে পাড়ি জমান। কিন্তু ভাগ্য সহায় হয়নি। সিরিয়া, ফিলিস্তিনি ঘুরে ১৭ মাস পর দেশ ফিরে বেকার হয়ে ঠাঁই নেন ঢাকার ফকিরারপুল এলাকায়। কখনো রং মিস্ত্রি, কখনো দিনমজুর হিসেবে কাজ করতেন। ১৯৮৬ সালের ঘটনা, পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিলে কুয়েতে রং মিস্ত্রির কাজ পান এবং স্বচ্ছলতা ফেরে। সেখান থেকে এই পেশায় ২২টি দেশ ভ্রমণ করেন।
২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ব্যবসা শুরু করেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি সেখানে ব্যবসা করেন। ২০১৫ সালে দেশে ফিরে ঢাকায় ব্যবসা শুরু করেন। কিন্তু দোকানে ডাকাতি হওয়ায় সব হারাতে হয়। এদিকে স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে পড়লে শেষ পর্যন্ত বাবুগঞ্জের বায়লাখালি গ্রামে ফিরতে হয়। ২০২১ সালে মারা যান তার স্ত্রী। এরপর পুরোপুরি একা ও অর্থনিতক সংকটে পড়েন। তবে দক্ষিণ আফ্রিকায় পেঁপে চাষের ওপর যে প্রশিক্ষণ নিয়েছিলেন তা প্রয়োগ করেন নিজের বাড়ির পতিত জমিতে।
আবু বকর সিদ্দিক সমুন বলেন, ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত পেঁপে চারা বিক্রি করে ৭ লাখ টাকা লাভ করেছি। আমার পেঁপে বাগান থেকে মৌসুমে কাঁচা ও পাকা পেঁপে বিক্রি করে কমপক্ষে ১৫ লাখ টাকা আয় হবে বলে আশা করছি। এছাড়া দুটি মৎস্য খামারের ভেতরে লাগানো গাছ থেকে ১ হাজার মন পেঁপে উৎপাদিত হবে। তিনি জানান, শাহী, কাশ্মিরি, টপ লেডি জাতের ১ হাজারেরও বেশি পূর্ণ বয়স্ক পেঁপে গাছ রয়েছে। চারাগুলো এপ্রিল মাসে রোপন করেছি। জুলাই মাসে ফল এসেছে। এখন বিক্রির মৌসুম। চারমাসের উৎপাদনে আমি সন্তুষ্ট। সেই সঙ্গে যারা বেকার আছেন তাদের প্রতি আহ্বান, অন্যের মুখাপেক্ষি না হয়ে বাড়ির পতিত জমিতে পেঁপে চারা রোপন করে নিজের ভাগ্য ফেরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments