Home বরিশাল বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জেলা প্রশাসনের পথসভা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জেলা প্রশাসনের পথসভা

দখিনের সময় ডেস্ক: 
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর (মো. মমিনুল, বয়স ৮০) মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে শের-ই বাংলা মেডিকেলে ১৭ জনসহ বিভাগে ২৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ৯৭০ জন রোগী। এমন পরিস্থিতিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা এবং লিফলেট বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে পথসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোর বেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর উপশম হয়। তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। ঘরে এবং আশেপাশে কোন জায়গায় পানি জমতে দেয়া যাবে না। এতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। ব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। এছাড়া দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহারের পরামর্শ দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments