Home শিক্ষা ক্যাম্পাস ববির দুই হলে হামলার ঘটনায় মামলা, বিচারের দাবিতে অনশনকারী শিক্ষার্থী এখন আসামি

ববির দুই হলে হামলার ঘটনায় মামলা, বিচারের দাবিতে অনশনকারী শিক্ষার্থী এখন আসামি

মো: সাকিব রায়হান বাপ্পি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের ই বাংলা এবং বঙ্গবন্ধু হলে হেলমেট ও মাক্স পরিহিত দুর্বৃত্তদের হামলার ঘটনায় দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। হামলার ১১ দিন পরে আজ বৃহস্পতিবার মামলা দুটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। এদিকে ঐ হামলার ঘটনায় পঙ্গু হতে চলা আয়াত উল্লাহকেও একটি মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল বুধবার বেলা ২টা থেকে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশনে বসে আহত আয়াত উল্লাহ। পরে রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে অনশন স্থগিত করে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী। মামলা রুজু হবার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, ‘ ঐ ঘটনায় আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছিল। সেসব অ়ভিযোগ যাচাই-বাছাই করে দুটি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আয়াত উল্লাহ বাদী হয়ে একটি মামলায় ৯ জনকে আসামি করেছে।অন্য মামলায় আল সামাদ শান্ত নামের শিক্ষার্থী ১৫ জনকে আসামি করেছে’।
দ্বিতীয় মামলাটিতে আয়াত উল্লাহকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করে  এই পুলিশ কর্মকর্তা  বলেন, ‘আল সামাদ শান্তর মামলায় আয়াত উল্লাহকে আসামি করা হয়েছে। এখন আমরা দুটি মামলাই তদন্ত করে দেখবো।তদন্ত শেষে দ্রুতই ঐ ঘটনার আসল দোষীদের আইনের আওতায় আনা হবে ‘। এদিকে আসামী হবার ঘটনায় আয়াত উল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ হামলার ঘটনায় আমার অঙ্গহানী ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার হতে হবে আমাকে। সেখানে আমাকেই নাকি একটি মামলার আসামি করা হয়েছে’। তিনি আরো বলেন, ‘ পুলিশ প্রশাসন আমাকে নিশ্চয়তা দিয়েছে যে,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং ঐ ঘটনায় দোষীরা আইনের আওতায় আসবে। তাদের আশ্বাসে আমি অনশন স্থগিত করেছি। আমাকে দেয়া প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে আমি পুনরায় অনশনে বসবো’।
গত ৫ই আগস্ট ঐ হামলার ঘটনায় ১২ জন আহত হন। এসময় প্রতিপক্ষের কয়েকজন আয়াত উল্লাহকে জাপটে ধরে বাম পায়ের রগ কেটে দেয়। বিচারের দাবিতে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে ঐ হামলায় ইংরেজি বিভাগের  তানজিদ মঞ্জু, গণিত বিভাগের রায়হান ইসলাম ও মোবাশ্বের রিদম এবং হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম জড়িত বলে দাবি করে আয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

Recent Comments