Home শিক্ষা ক্যাম্পাস ববির দুই হলে হামলার ঘটনায় মামলা, বিচারের দাবিতে অনশনকারী শিক্ষার্থী এখন আসামি

ববির দুই হলে হামলার ঘটনায় মামলা, বিচারের দাবিতে অনশনকারী শিক্ষার্থী এখন আসামি

মো: সাকিব রায়হান বাপ্পি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শের ই বাংলা এবং বঙ্গবন্ধু হলে হেলমেট ও মাক্স পরিহিত দুর্বৃত্তদের হামলার ঘটনায় দুটি মামলা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। হামলার ১১ দিন পরে আজ বৃহস্পতিবার মামলা দুটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা পুলিশ। এদিকে ঐ হামলার ঘটনায় পঙ্গু হতে চলা আয়াত উল্লাহকেও একটি মামলায় আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল বুধবার বেলা ২টা থেকে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশনে বসে আহত আয়াত উল্লাহ। পরে রাত সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশের উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে অনশন স্থগিত করে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী। মামলা রুজু হবার ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, ‘ ঐ ঘটনায় আমাদের কাছে একাধিক অভিযোগ এসেছিল। সেসব অ়ভিযোগ যাচাই-বাছাই করে দুটি মামলা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আয়াত উল্লাহ বাদী হয়ে একটি মামলায় ৯ জনকে আসামি করেছে।অন্য মামলায় আল সামাদ শান্ত নামের শিক্ষার্থী ১৫ জনকে আসামি করেছে’।
দ্বিতীয় মামলাটিতে আয়াত উল্লাহকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করে  এই পুলিশ কর্মকর্তা  বলেন, ‘আল সামাদ শান্তর মামলায় আয়াত উল্লাহকে আসামি করা হয়েছে। এখন আমরা দুটি মামলাই তদন্ত করে দেখবো।তদন্ত শেষে দ্রুতই ঐ ঘটনার আসল দোষীদের আইনের আওতায় আনা হবে ‘। এদিকে আসামী হবার ঘটনায় আয়াত উল্লাহ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘ হামলার ঘটনায় আমার অঙ্গহানী ঘটেছে। চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার হতে হবে আমাকে। সেখানে আমাকেই নাকি একটি মামলার আসামি করা হয়েছে’। তিনি আরো বলেন, ‘ পুলিশ প্রশাসন আমাকে নিশ্চয়তা দিয়েছে যে,বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার সুচিকিৎসার ব্যবস্থা করবে এবং ঐ ঘটনায় দোষীরা আইনের আওতায় আসবে। তাদের আশ্বাসে আমি অনশন স্থগিত করেছি। আমাকে দেয়া প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে আমি পুনরায় অনশনে বসবো’।
গত ৫ই আগস্ট ঐ হামলার ঘটনায় ১২ জন আহত হন। এসময় প্রতিপক্ষের কয়েকজন আয়াত উল্লাহকে জাপটে ধরে বাম পায়ের রগ কেটে দেয়। বিচারের দাবিতে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করে ঐ হামলায় ইংরেজি বিভাগের  তানজিদ মঞ্জু, গণিত বিভাগের রায়হান ইসলাম ও মোবাশ্বের রিদম এবং হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম জড়িত বলে দাবি করে আয়াত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments