Home আন্তর্জাতিক নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরিজীবীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরিজীবীদের টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা

দখিনের সময় ডেস্ক:
বিশ্বের অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউ ইয়র্ক সিটিতে কর্মরত সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপটি মুছে ফেলারও নির্দেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। বুধবার নিউ ইয়র্ক সিটি থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে এই নির্দেশনা।
সিটির মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র এ প্রসঙ্গে রুশ সংবাদমাধ্যম আরটি বলেন, ‘শহরের টেকনিক্যাল নেটওয়ার্কের নিরাপত্তার জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে টিকটক। এ কারণেই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস কেন্দ্রীয় সরকারের অর্ধনস্থ সব কর্মকর্তা ও কর্মচারীর মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপটি মুছে ফেলার আদেশ দেওয়া হয়। তারপর গ্রীষ্মের শুরুতে এক ডিক্রি জারি করে অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ফোন থেকেও অ্যাপটি সরানোর নির্দেশ দেয় হোয়াইট হাউস।
ইতোমধ্যে রাজধানী ওয়াশিংটনসহ অন্তত ২০টি অঙ্গরাজ্যে সেই নির্দেশ কার্যকরও করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) সুপারিশেই এই আদেশ দেয় হোয়াই হাউস। এই দুই সংস্থার অভিযোগ— টিকটক তার মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনে পাচার করছে। টিকটক অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র বিদেশি কোম্পানিগুলোকে চাপে রাখতে ক্ষমতার অপব্যবহার করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments