বিদেশের মাটিতে থাকাকালে আকাশ ভেঙ্গে পড়ার মতো দু:সংবাদ পেলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। ১৯৮৭ সালের ৩ মার্চ নেয়া সাক্ষাৎকার থেকে উদ্ধৃত করি: দেশে থাকলেই ভালো হতো, সবাই এক সাথে যেতে পারতাম। ৩১ জুলাই আপা-দুলাভাইয়ের সাথে জার্মানি যাই। আমরা জার্মানি থেকে ব্রাসেলসে গিয়েছিলাম। ১৫ আগস্ট আমাদের প্যারিস যাওয়ার কথা ছিল।
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বলেন, ওইদিন ব্রাসেলসে বসে রেডিওতে শুনলাম ঢাকায় অভ্যুত্থান হয়েছে; গোলমাল চলছে। এ সংবাদ শুনে প্যারিস না গিয়ে আমরা আবার জার্মানি ফিরলাম। জার্মানিতে ফিরে সঠিক কোনো খবর আমি পাইনি। প্রথমে শুনলাম বড় ভাই-মেঝ ভাইকে ওরা মেরে ফেলেছে। আব্বাকে গ্রেফতার করা হয়েছে। মা মৃত্যুর দুয়ার থেকে বেঁচে এসেছেন। কয়েক মাস পর্যন্ত নির্দিষ্ট কোনো সংবাদ পাইনি। হয়তো আমি সহ্য করতে পারব না ভেবে আপা এ নির্মম সংবাদ লুকিয়ে রাখতে চেয়েছিলেন। অবশ্য খবরের কাগজ ও রেডিও সংবাদ শুনেছি। কিন্তু আমার বিশ্বাস হয়নি।
বঙ্গবন্ধুর মতো একজন লোককে বাঙালিরা মেরে ফেলবেÑ এটা কেমন কথা! কিছুতেই বিশ্বাস হতো না। সেই সময়গুলো দুর্বিষহ যন্ত্রণা আর অস্থিরতার মধ্যেই কেটেছে। সে অবস্থা ভাষায় প্রকাশ করা যায় না। মাঝে শুনলাম, আব্বা জেলে আছেন। আমিও বিশ্বাস করতে চাইতাম আব্বা বেঁচে আছেন। এখনো বিশ্বাস হয় না, আব্বা মারা গেছেনÑ আমাদের ছেড়ে চলে গেছেন।”
# আগামী কাল সপ্তম পর্ব: “প্রবাস জীবন কেটেছে দুর্বিষহ”