Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে সভায় উত্তেজনা, বঙ্গবন্ধু হত্যায় তোফায়েল ও আ স ম...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সভায় উত্তেজনা, বঙ্গবন্ধু হত্যায় তোফায়েল ও আ স ম ফিরোজকে দায়ী!

দখিনের সময় ডেস্ক:
২১ আগস্ট স্মরনে গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এক আলোচনা সভায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজকে দায়ী করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত পরিচালক মো: হুমায়ুন কবির এমন মন্তব্য করে ওই ২ বর্ষীয়ান নেতাকে মোস্তাকের সঙ্গে তুলনা করেন। এসময় মঞ্চে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: ছাদেকুল আরেফিন কর্মকর্তা হুমায়ুনকে কয়েক বার থামানোর চেস্টা করেন। বোমা ফাটানো এমন মন্তব্যে সভা শেষে ধাক্কাধাক্কি এবং উত্তেজনা দেখা দেয়। বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।
পরিচালক হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, ‘আমাদের ভিতরে মোস্তাকরা আছে। এই মোস্তাকদের চিহিৃত করুন। তিনি বলেন, ১৫ আগস্ট যে হত্যাকান্ড হলো আমাদের রক্ষিবাহিনীর প্রধান কে ছিল। আপনার কি জানেন? তোফালে আহমেদ। এখন উনি বলেন আমি ছিলাম না। মোস্তাক শুধু তো মোস্তাক নয়, হত্যার পর বরিশালে উৎসব করেছিল আ স ম ফিরোজ।’ এসময় কেউ কেউ বলেছেন ফিরোজ আপনার এলাকার এমপি। হুমায়ুন তখন বলেন, ‘থাক এগুলো আর বলবো না।’ এক পযায়ে মঞ্চে বসা উপাচার্য এধরনের বক্তব্য দিতে নিষেধ করেন বলে প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে হুমায়ুন কবিরের সঙ্গে সেকশন অফিসার মনিরুজ্জামানের এ নিয়ে ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে ববি কমকতারা দুটি ভাগে বিভক্ত হয়ে পরেন। অনেকে উত্তেজিত হয়ে ওঠেন। ক্ষুব্ধ হন কর্মকর্তা হুময়ুন কবিরের উপর।জানা গেছে, পরিচালক হুমায়ুন কবির বাউফলের বাসিন্দা এবং আ স ম ফিরোজও বাউফলের এমপি। সভা স্থলে থাকা ববি উপাচার্যের প্রটোকল অফিসার মো: দিদার হোসেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এর জামাতা হওয়ায় অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পরেন।
এ বিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ গণমাধ্যমকে বলেন, ‘আলোচনা সভায় হুমায়ুন কবির তোফালে ও ফিরোজ এমপিকে নিয়ে তার নিজেস্ব মতামত প্রকাশ করেছেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়েছে, ধাক্কাধাক্কি হয়নি।’ সভা মঞ্চে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, ভিসি স্যার শোকের অনুষ্ঠানে শোক নিয়ে বক্তব্য দিতে বলেছেন। তিনি বলেন, হুমায়ুন কবিরের বক্তব্য সেনসিটিভি বিষয়। এ নিয়ে তিনি কোন মন্তব্য করবেন না। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো: বদরুজ্জামান ভুঁইয়া বলেন, পরিচালক হুমায়ুন কবিরের মন্তব্যের সময়ে তিনি ছিলেন না। এ বিষয়ে উপাচার্যের কাছে জিজ্ঞাসা করনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments